সিটির শিরোপা কেড়ে নেওয়া হলে নিজ খরচে পার্টি দেবেন ক্লপ

আর্থিক বিধিভঙ্গের অভিযোগ ওঠেছে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে। যার জন্য যদি ক্লাবটির প্রিমিয়ার লিগের শিরোপা কেড়ে নেওয়া হতে পারে। আর এমনটা সত্যি হলে মায়োর্কা দ্বীপে নিজের বাড়িতে পার্টি দেবেন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ।
২০১৯-২০ মৌসুমে ক্লপের কোচিংয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল লিভারপুল। তাছাড়া ম্যানচেস্টার সিটির পেছনে থেকে তার দল রানার্স আপ হয়েছিল দুই দফায়।
আর ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত সময়ে সিটির বিরুদ্ধে আর্থিক বিধির ১১৫টি ধারা লঙ্ঘনের অভিযোগে ২০২৩ সালে একটি স্বাধীন কমিশন গঠন করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ, যারা এখনও কাজ করে চলেছে।
গত সেপ্টেম্বর থেকে চলছে শুনানি। সিটি অবশ্য বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে। কিন্তু যদি দোষ প্রমাণিত হয় এবং শিরোপা কেড়ে নেওয়া হয়, তাহলে এই খুশিতে পার্টি দেবেন এই জার্মান কোচ।
ক্লপ বলেন, 'আমি চলে আসার সময় (লিভারপুল থেকে) এই আলোচনা করছিলাম আমরা। মায়োর্কায় খুব বেশি সময় কাটাতে পারিনি আমি, কারণ সবসময় নানা জায়গায় ছুটে বেড়াতে হয়। তবে যদি এটা হয়, সবাইকে বলে রেখেছি, যারা আসতে চায়, স্রেফ একটা ফ্লাইট বুকিং দিয়ে মায়োর্কায় চলে আসো। সব আমার দায়িত্ব। আমার বাগানে নিজস্ব উৎসব হবে আমাদের।'
এইচজেএস