এসিএল চোটে পুরো মৌসুম শেষ ব্রাজিল তারকার

সর্বশেষ কাতার বিশ্বকাপ চলাকালে ডান পায়ের চোটে পড়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। গ্রুপপর্বে পাওয়া সেই চোট তাকে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে দেয়। এরপর এই সেলেসাও তারকা দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। এবার ফুটবলারদের জন্য আতঙ্ক ‘এসিএল’ (এন্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) চোটে পড়েছেন আর্সেনালের এই ফরোয়ার্ড। চলতি মৌসুমের অর্ধেক বাকি থাকতেই জেসুস ছিটকে গেছেন মাঠের বাইরে।
গত ১২ জানুয়ারি এফএ কাপের তৃতীয় রাউন্ডে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে চোট পান এই তারকা। ম্যাচটিও টাইব্রেকারে হেরে যায় আর্সেনাল। নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় ছিল। ম্যাচ শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি নিশ্চিত করেছে, বাঁ পায়ে গুরুতর এসিএল ইনজুরির কারণে সার্জারি করতে হবে জেসুসের। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরাতে পূর্ণ সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আর্সেনাল।
এ নিয়ে গত দুই বছরে ব্রাজিলের তিন তারকা ভয়ঙ্কর এসিএল চোটে পড়েছেন। এক বছরেরও বেশি সময় পর গত অক্টোবরে এসিএল চোট কাটিয়ে মাঠে ফেরেন আল-হিলালের সেলেসাও তারকা নেইমার জুনিয়র। এ ছাড়া স্বদেশি ক্লাব ফ্ল্যামেঙ্গোতে খেলা পেদ্রোও একই চোটে পড়ে ছিটকে যান। জেসুস সেই তালিকায় নতুন নাম। ২০২৪-২৫ মৌসুমে তিনি ২৬ ম্যাচ খেলেছেন। শুরুর দিকে সেভাবে পারফর্ম করতে না পারলেও, শেষদিকে ছিলেন দারুণ ছন্দে। ৭ গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন জেসুস।
— Fabrizio Romano (@FabrizioRomano) January 14, 2025
কেবল তাই নয়, চলতি মৌসুমেই দু’বার ইনজুরিতে পড়লেন এই আর্সেনাল তারকা। গত আগস্টের শেষদিকে কুঁচকির চোটে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিলেন জেসুস। ওই সময়ে তাকে ছাড়াই গানাররা দুটি ম্যাচ খেলেছে। এর আগে কাতার বিশ্বকাপে ডান হাঁটুর ইনজুরিতে পড়ে ব্রাজিল স্কোয়াড থেকে তিনি পাঁচ-ছয় মাসের জন্য ছিটকে যান।
আরও পড়ুন
এফএ কাপের ম্যাচে ৩৮তম মিনিটে নিজেদের ডি-বক্সের ঠিক বাইরে ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজকে পেছন থেকে ট্যাকল করতে গিয়ে নিজেই চোট পান জেসুস। প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় ২৭ বছর বয়সী ফুটবলারকে। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে এফএ কাপ থেকে বিদায় নেন আর্সেনাল।
এএইচএস