জরুরি সভায় দুই কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাফুফের

আজ (বুধবার) সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জরুরি কমিটির সভা হয়েছে। সভাপতি তাবিথ আউয়াল ইংল্যান্ড থাকায় এই সভা হয়েছে অনলাইনে। এতে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার ও পুরুষ দলে হ্যাভিয়ের ক্যাবরেরার নাম চূড়ান্ত হয়েছে।
বাফুফের জরুরি কমিটি সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতি নিয়ে গঠিত। ওই সভায় উপস্থিত থাকা একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, ‘পিটার বাটলার ও হ্যাভিয়ের ক্যাবরেরা দুই জনই নারী ও পুরুষ ফুটবলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। বাটলার এক বছরের জন্য আর হ্যাভিয়ের এশিয়ান কাপ বাছাই পর্যন্ত।’ সভা সূত্রের খবর, সভাপতি তাবিথ আউয়ালই মূলত কোচদের ব্যাপারে এই মনোভাব পোষণ করেন। সভায় উপস্থিত অন্যরা তাতে সায় দেন।
পিটার বাটলারের চুক্তি আগামী বছর মধ্য জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। ২০২৬ সালের মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ। তাই হ্যাভিয়েরের চুক্তি সেই সময় পর্যন্ত রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

জাতীয় নারী দলে পিটার বাটলার ও পুরুষ দলে হ্যাভিয়ের ক্যাবরেরাকে রাখার নীতিগত সিদ্ধান্ত বাফুফের আজকের সভায় এসেছে। তাদের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে কয়েক দিনের মধ্যে। এরপর হয়তো নির্বাহী কমিটি সেটা অনুমোদন করিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আবার দুই পক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হলে আনুষ্ঠানিক ঘোষণার পর অনুমোদিত হতে পারে নির্বাহী সভায়।
জাতীয় দলের ফুটবল কোচ নিয়ে ফুটবলাঙ্গনে কৌতুহল ছিল অনেক। বাফুফে সভাপতি জাতীয় দল কমিটির প্রধান। তিনি বলেছিলেন, ‘জাতীয় দল কমিটির সভায় কোচের বিষয় ও মার্চের ম্যাচ নিয়ে পরিকল্পনা হবে।’ সভাপতির এই মন্তব্যের বাস্তব প্রতিফলন এখনও দৃশ্যমান হয়নি। জাতীয় দল কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেনি ফেডারেশন। জাতীয় দল কমিটির সভা ছাড়াই জরুরি কমিটির সভায় কোচের বিষয়ে সিদ্ধান্ত এসেছে।
আরও পড়ুন
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ইংল্যান্ডে অবস্থান করছেন। তার সঙ্গে হামজা চৌধুরির পরিবারের যোগাযোগ হয়েছে। একদিন হামজার ক্লাবে যাওয়া এবং খেলা দেখার বিষয়ও আজকের সভায় উল্লেখ করেছেন সভাপতি। সভা-সূত্রে আরও জানা গেছে, ফিফায় বাফুফের আর্থিক বিষয়ে কিছু স্থগিতাদেশ ছিল। সভাপতি সম্প্রতি ফিফার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফলে শিগগিরই ফিফার আর্থিক বিষয়াদির জটিলতা কেটে মসৃণ পথে হাঁটবে বাফুফে।
নীতিগত কিছু সিদ্ধান্ত এবং আপডেট এসেছে আজকের সভায়। আকস্মিক জরুরি কমিটির সভায় অবশ্য নির্বাহী সদস্যরা খানিকটা বিস্ময় প্রকাশ করেছেন। ফেডারেশনের নির্বাহী কমিটির ২১ জনের মধ্যে ১৫ জনই নির্বাহী সদস্য। বড় একটি অংশকে বাইরে রেখে নারী ও পুরুষ ফুটবল কোচের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হওয়ায় নির্বাহী কমিটির অনেক সদস্য খানিকটা নাখোশও হয়েছেন। তাদের অনেকের ভাষ্য– জরুরি কমিটির সভা না করে নির্বাহী কমিটির সভা অনলাইনে হলে যুক্ত হতে পারতেন তারাও।
এজেড/এএইচএস