রোমানরা আনন্দে, অসীমের মন খারাপ

বিমানবন্দরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাফল্য উদযাপন খুব একটা হয় না। অধিকাংশ ক্ষেত্রেই চুপচাপ বিমানবন্দর ত্যাগ করে দলগুলো। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় আরচ্যার দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেও ছিল আনন্দের উপলক্ষ।
বিশ্বকাপে রৌপ্য নিয়ে ফিরেছে দল। ফুলেল শুভেচ্ছায় সবাই সিক্ত হলেও কম্পাউন্ড আরচ্যার অসীম কুমার ছিলেন খানিকটা নিভৃতে। কিছুটা মন খারাপ করে ছিলেন। কারণ সুইজারল্যান্ড থাকতেই খালু মারা গেছেন তার।
দেশে ফিরে তাই অন্য সবার মতো ছিলেন না কম্পাউন্ড আরচ্যার অসীম। খালুর শেষকৃত্য হয়ে যাওয়ায় তিনি কোভিড প্রটোকল মেনে গ্রামের বাড়িতে যাচ্ছেন না তিনি। অন্য আরচ্যারদের সঙ্গে টঙ্গীতে আর্চারি ক্যাম্পে গেছেন। সেখানেই চলবে ১৪ দিনের কোয়ারেন্টাইন।
এজেড/এটি