পিএসএলে নাহিদ রানাকে দলে চেয়েছিল মুলতানও

পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) মুলতান সুলতানসের হয়ে খেলেন ইফতিখার আহমেদ। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি খেলেন রংপুর রাইডার্সে। ইফতিখারের রংপুরের সতীর্থ নাহিদ রানাকে মুলতানে চেয়েছিলেন তিনি। তবে অন্য ফ্র্যাঞ্চাইজি নাহিদকে দলে ভেড়ানোয় তা আর হয়নি।
গত ১৩ জানুয়ারী লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে পিএসএলের এবারের আসরে প্লেয়ার্স ড্রাফট। যেখানে গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ। তার পারিশ্রমিকের পরিমাণ ৫০ হাজার ডলার। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।
অবশ্য ড্রাফটের আগেই পিএসএলে খেলা নিয়ে ইফতিখারের সঙ্গে কথা হয়েছিল নাহিদের। মুলতানের হয়ে খেলা এই অলরাউন্ডার নাহিদকে তাদের দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত পেশোয়ার রানাকে দলে ভেড়ায়।
এ প্রসঙ্গে নাহিদ বলেন, ‘তার (ইফতিখার) সঙ্গে পিএসএল ড্রাফটের আগেই কথা হয়েছিল। তিনি বলছিলেন, আমাদের দলে তোমাকে নেয়ার কথা চলছে। তারপরে তো যতটুকু জানি, আমি বাবর আজম ভাইয়ের দলে আছি। আর ইফতিখার ভাই সম্ভবত অন্য দলে আছে। তবে তিনি বলেছিলেন তাদের দলে নেবেন। তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ্।’
এবারই প্রথমবার দেশের বাইরের কোনো লিগে খেলতে যাচ্ছেন নাহিদ। তিনি বলেন, ‘অবশ্যই একটা সুযোগ যে কোনো ক্রিকেটারের জন্য অনেক বড় কিছু। একটা ছোট সুযোগ একজন ক্রিকেটারের জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। তো আমি এই জিনিসটা বড় হিসেবে দেখছি কারণ আমার জীবনে প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি।'
এসএইচ/এইচজেএস