সকল বিবেচনা করেই ক্যাবরেরার চুক্তি বেড়েছে: তাবিথ

৩১ ডিসেম্বর জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সঙ্গে বাফুফের চুক্তি শেষ হয়। বাফুফে জামাল-তপুদের জন্য বিকল্প কোচ খুঁজলেও ক্যাবরেরা উপরই শেষ পর্যন্ত আস্থা রাখে। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান। কোচের বিষয়টি তিনিই সব কিছু দেখেছেন। জাতীয় দল কমিটি এখনো আনুষ্ঠানিক প্রকাশ ও সভা না হওয়ায় কোচের চুক্তি নবায়নের সিদ্ধান্ত অনেকটাই তিনি এককভাবে নিয়েছেন ( জরুরি কমিটির সভায় অবহিতের পর সম্মতি ছিল)। পুনরায় হ্যাভিয়েরের উপর আস্থা রাখার কারণ সম্পর্কে ইংল্যান্ডের লন্ডন থেকে তিনি বলেন, ‘একজন কোচের সাথে চুক্তি করার অনেক বিবেচনা আছে এবং আমরা সকল কিছু বিবেচনা করেই চুক্তিটা বাড়িয়েছি। ’
হ্যাভিয়ের ক্যাবরেরা ২০২২ সালের জানুয়ারিতে প্রথম বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এর পর দুই দফায় এক বছর করে চুক্তির মেয়াদ বাড়ে। চতুর্থ দফায় সর্বোচ্চ ১৫ মাস বৃদ্ধি পেল হ্যাভিয়েরের চুক্তি। তিন বছরে হ্যাভিয়েরের অধীনে বাংলাদেশ ২৯ ম্যাচ খেলেছে। ২৯ ম্যাচের মধ্যে জয় মাত্র আটটি, হার প্রায় দ্বিগুণ পনেরোটি আর ড্র ছয়টি।

গত তিন বছর হ্যাভিয়েরের অধীনে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য ২০২৩ সালে ব্যাঙ্গালুরু সাফে ১৪ বছর পর সেমিফাইনালে উঠা। এরপর দ্বিতীয় কৃতিত্ব ২০২৩ সালে লেবাননের বিপক্ষে কিংস অ্যারেনায় ড্র। এছাড়া আর তেমন কোনো বড় কিছু করতে পারেননি হ্যাভিয়ের।
প্রিমিয়ার লিগে বেঞ্চে থাকা ফুটবলার জাতীয় দলে খেলান হ্যাভিয়ের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গোলরক্ষক মিতুল মারমা আহত হওয়ার পর অভিজ্ঞ জিকোর বদলে শ্রাবণকে নামানোর পর গোল হজম করায় অনেক সমালোচনার মধ্যে পড়েছিলেন। সাফল্যের হার কম অন্য দিকে সমালোচনার পাল্লাও তার কম ভারী নয়। এরপরও হ্যাভিয়েরকে বিবেচনার কারণ সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের বিবেচনার মধ্যে বাফুফের ফিউচার ন্যাশনাল টিম নিয়ে ভিশন, আমাদের প্রতিপক্ষ, এর সাথে আরো অনেক প্রাসঙ্গিক বিষয় ছিল।’
২০২৩ সালে সাফে সেমিফাইনালে উঠায় হ্যাভিয়ের তার বেতন বাড়ান। বেতন বাড়িয়ে ২০২৪ সালে ফ্লপই থেকেছেন তিনি। আট ম্যাচের মধ্যে মাত্র দু’টি জিতেছেন। এর একটি ভূটান ও মালদ্বীপের বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি। হ্যাভিয়েরের যোগ্যতা-সাফল্যের বিচারে বেতন একটু বেশিই মনে করেছিল বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল। ১৫ মাস চুক্তি কি হ্যাভিয়ের বেতন কমিয়েই করলেন? এমন প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতির কূটনৈতিক উত্তর, ‘আমরা বাফুফে থেকে অফিসিয়ালি কোনো চুক্তির ফাইন্যান্সিয়াল ডিসক্লোজ করছি না। অ্যাজ আ পলিসি।’
ফুটবলে গোলরক্ষক কোচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে স্থায়ী গোলরক্ষক কোচ নেই। টুর্নামেন্টের আগে বিদেশ থেকে আনা হয় অথবা ক্লাব থেকে নেয়া হয়। বাফুফে সভাপতি বাংলাদেশ দলে স্থায়ী কোচিং স্টাফ দেয়ার পরিকল্পনা করছেন, ‘আমরা একটা কোচিং টিম করতে চাই। যেখানে একজন ফিজিও, গোলরক্ষক কোচ এবং ফিটনেস কোচ থাকবে। সেটা একটা বড় চুক্তির অধীনেই। যে চুক্তির দৈর্ঘ্য অনেকটা তিন বছরের কাছাকাছি হতে পারে।’
হ্যাভিয়েরের অধীনে বছর ভিত্তিক পারফরম্যান্স
| সাল | জয় | হার | ড্র |
| ২০২৪ | ২ | ৬ | ০ |
| ২০২৩ | ৫ | ৪ | ৪ |
| ২০২২ | ১ | ৫ | ২ |
| মোট | ৮ | ১৫ | ৬ |
এক নজরে পারফরম্যান্স
জয় - ভুটান, কম্বোডিয়া, সিলেশলস ও মালদ্বীপের বিপক্ষে দু’টি।
ড্র - লেবানন, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দু’টি।
হার - সিশেলস, ভুটান, কুয়েত, বাহরাইন, তুর্কমেনিস্তান, মালয়েশিয়া, নেপাল বিপক্ষে একটি করে এবং অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন,মালদ্বীপের বিপক্ষে দু’টি করে।
এজেড/জেএ