চট্টগ্রামের ঘরের মাঠে দর্শক বেশি বরিশালের, কারণ কী?

চলমান বিপিএলের শুরু থেকেই মাঠে দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো। ঢাকায় কিছুটা কম থাকলেও সিলেটে দেখা গেছে আরো বেশি। বর্তমানে বিপিএল চলছে চট্টগ্রামের মাটিতে। সেখানেও ভক্ত-সমর্থকদের মাঝে বেশ উন্মাদনা দেখা যাচ্ছে।
আজ রোববার নিজেদের ঘরের মাঠে বরিশালের মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে চিটাগাং। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে বরিশাল।
আজ ঘরের মাঠে হার দেখার সঙ্গে চিটাগাংয়ের আরো একটা দুঃখ থাকতে পারে। সাগরিকার গ্যালারিতে চিটাগাংয়ের থেকেও বেশি দর্শক ছিল বরিশালের। কারণটা অবশ্য ম্যাচশেষে ব্যাখা করেছেন ৩ উইকেট শিকার করা পেসার রিপন মন্ডল।

সংবাদ সম্মেলনে রিপন বলেন, ‘দেখেন আমাদের দলে ছোট থেকে যাদের খেলা অনেকেই দেখেছে। তামিম (ইকবাল) ভাই, (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাই, মুশফিক (মুশফিকুর রহিম) ভাই আমার মনে হয় তাদের জন্য এত ফ্যান।’
মাঠে বেশি দর্শক থাকলে চাপ থাকে কি না এমন প্রশ্নের জবাবে রিপন জানান, ‘না তেমন চাপ লাগে না কখনও। (চিটাগং কিংস) যেহেতু হোম টিম, একটু ক্রাউডের ব্যাপার থাকে। উনারা সাহায্য পায়, আমরা খেলায় ফোকাসড ছিলাম, সেরকম লাগেনি। আমার মনে হয় আমাদের ফ্যান বেশি ছিল।’
এসএইচ/এইচজেএস