হকিতে ‘৩২ বছরে সমাপ্তির’ ভাবনা, উঠেছে প্রশ্ন - চলছে সমালোচনা

এপ্রিলে ইন্দোনেশিয়ায় এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট রয়েছে। সেই টুর্নামেন্ট উপলক্ষ্যে হকি ফেডারেশন একটি খসড়া খেলোয়াড় তালিকা করেছে। সেই তালিকায় ৩২ বছরের উর্ধ্ব খেলোয়াড়দের বিবেচনায় আনেনি। যা ক্রীড়াঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক কর্ণেল রিয়াজুল ইসলাম (অবসরপ্রাপ্ত) এই বিষযে বলেন, 'আমাদের একটি প্রাথমিক সিদ্ধান্ত ৩২ বছর বয়সের বেশি খেলোয়াড়দের না ডাকার। তবে এটি এখনো চূড়ান্ত নয়।’ ফেডারেশনের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বাংলাদেশের হকির অন্যতম কিংবদন্তী রাসেল মাহমুদ জিমি জাতীয় দলে ডাক পাবেন না। ৩৭ বছর বয়সী জিমি যদিও তার পারফরম্যান্স এবং ফিটনেস জাতীয় দলে খেলার পর্যায়ে রয়েছেন বলে ধারণা ক্রীড়াঙ্গনের অনেকের।
বাংলাদেশের হকিতেও রাসেল মাহমুদ জিমির আগে আরো অনেক খেলোয়াড়ই ৩২ বছরের বেশি বয়সে জাতীয় দলে খেলেছেন। হঠাৎ আকস্মিকভাবে ৩২ বছরের বেশি বয়সের কাউকে জাতীয় দলে ডাকা যাবে না এমন ভাবনা কেন ভাবছে ফেডারেশন এমন প্রশ্ন উঠেছে ক্রীড়াঙ্গনে। বিভিন্ন জনের অনুমান, জিমিকে এড়ানোর জন্যই নাকি এমন পন্থা।
এপ্রিলের টুর্নামেন্ট উপলক্ষ্যে ফেডারেশন ২০ ফেব্রুয়ারি খেলোয়াড়দের একটি পরীক্ষা গ্রহণ করবে। সেই পরীক্ষা গ্রহণের আগেই জিমির মতো কিংবদন্তী খেলোয়াড়কে বাতিলের খাতায় ফেলায় ইতোমধ্যে বড় সমালোচনা শুরু হয়েছে। ফিটনেস টেস্ট, ক্যাম্পে অনুশীলনে পারফরম্যান্স খারাপ হলে বাদ পড়তেই পারে। জিমির মতো খেলোয়াড়কে পরীক্ষার আগেই বাদ দেয়ার প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে বেশ ঝড় উঠেছে ক্রীড়াঙ্গনে। এই বিষয়ে সাধারণ সম্পাদকের অবশ্য নমনীয় উত্তর, '৩২ বয়সের বিষয়টি আমাদের প্রাথমিক আলোচনা। পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এবং এরপর ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি যৌক্তিক। আমরা এটি পর্যালোচনা করব।'
জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল ফেডারেশনের এমন ভাবনায় বেশ বিস্মিত। তিনি বলেন, 'জাতীয় দলে খেলার মানদন্ড পারফরম্যান্স, ফিটনেস। এখানে বয়স কোনো বিষয় নেই। বয়সের জন্য জাতীয় দলে না ডাকার বিষয়টি গণমাধ্যমে দেখে খুবই অবাক হয়েছি। এটা বাংলাদেশের হকির জন্য ভালো কিছু হবে না। কারণ হকিতে এমনিতেই খেলোয়াড়রা তেমন কিছু পায় না। দেশের জন্য খেলা একটি সম্মান। সেই সম্মানও যদি বয়সের কারণে কেড়ে নেয়া হয় তাহলে তো এই খেলা আরো সংকটে পড়বে।’
ফুটবল, ক্রিকেটে ফিটনেস নিয়ে কাজ করা একাধিক ব্যক্তি হকির এই ভাবনা জেনে বেশ অবাকই হয়েছেন। তাদের অনেকের বক্তব্য, বয়স কোনো খেলাতেই ক্রাইটেরিয়া হতে পারে না। খেলোয়াড়দের স্কিল, পারফরম্যান্স, ডিসিপ্লিনই মূখ্য বিষয়। এর চেয়েও বড় বিষয় একজন খেলোয়াড়কে পরীক্ষার আগেই অযোগ্য বলা যায় না।
বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৭ বছর অতিক্রম করলেও খেলছেন। বিশ্ব ফুটবলে মেসি, রোনালদো প্রায় ৪০ বছর বয়সেও খেলে যাচ্ছেন। বাংলাদেশের দাবার কিংবদন্তী রাণী হামিদ ৮২ বছর বয়সে হাঙেরীতে বিশ্ব দাবা অলিম্পিয়াডে গত বছর টানা পাঁচ রাউন্ড জিতে সারা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন। সেখানে বাংলাদেশের হকিতে ৩২ বছর বয়সেই সমাপ্তি রেখা টেনে দেয়ার প্রয়াস বড় আকারের প্রশ্ন।
দলীয় খেলাগুলোতে খেলোয়াড় নির্বাচন, দল গঠনে বড় ভূমিকা কোচের। বাংলাদেশ সিনিয়র হকি দলে এখন কোনো কোচ নেই। এপ্রিলের টুর্নামেন্টের জন্য হকি ফেডারেশন কয়েকজন কোচকে সাক্ষাৎকার গ্রহণ করবে। জাতীয় হকি দলের দায়িত্ব কার হাতে পড়ে সেটাও দেখার বিষয়।
এজেড/এইচজেএস