খেলার অনুমতি পাননি, সেই রিশাদের দল বিগ ব্যাশের ফাইনালে

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের সুবাদে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন বাংলাদেশের লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। এরপর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তিনি দল পান। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি (অনাপত্তিপত্র) না পাওয়ায় রিশাদের খেলা হয়নি। বিগ ব্যাশে তাকে দলে টেনেছিল হোবার্ট হারিকেন্স। রিশাদকে ছাড়াই সেই দলটি অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ফাইনালে উঠেছে।
কিছুটা আক্ষেপ নিয়েই হয়তো হোবার্টকে নিজের ফেসবুক পেজ থেকে অভিনন্দন জানিয়েছেন রিশাদ। ২০১৮ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ান এই ফ্র্যাঞ্চাইজি বিগ ব্যাশের ফাইনালে উঠল। এর আগে ২০১৩-১৪ এবং ২০১৭-১৮ মৌসুমে দুই বার ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি হোবার্টের। এবার তৃতীয় দফায় নিশ্চয়ই তারা চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ ঘোচাতে চাইবে।
বিগ ব্যাশের কোয়ালিফায়ারে আজ (মঙ্গলবার) হোবার্ট ও সিডনি সিক্সার্স মোকাবিলা করেছিল। উত্তেজনাপূর্ণ ম্যাচ হলেও শেষ পর্যন্ত ১২ রানে জিতে নেয় হোবার্ট। আগে ব্যাট করতে নেমে নাথান এলিসের নেতৃত্বাধীন দলটি ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে। তাদের পক্ষে বেন ম্যাকডারমট ৪২, কেলেব জুয়েল ৪০ ও মিচেল ওয়েন ঝোড়ো ব্যাটিংয়ে ৩৬ রান করেন। জবাবে ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রান তুলতে পেরেছে সিডনি। তাদের বিপক্ষে ১৫২ কিলোমিটার গতিতে বল করে ২ উইকেট নিয়েছেন হোবার্টের পেসার রাইলি মেরেডিথ।
Congratulations Hobart Hurricanes on reaching the BBL final
Posted by Rishad Hossain on Tuesday, January 21, 2025
আগামী শুক্রবার ২০২৪-২৫ বিগ ব্যাশের ফাইনালে খেলবে হোবার্ট। যদিও এখনও তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়নি। ফাইনালে ওঠার লড়াইয়ে আছে ৩টি দল। ফাইনালে নিশ্চয়ই হোবার্টের সাফল্য কামনা করবেন টাইগার অলরাউন্ডার রিশাদ। তিনি প্রথমবার ডাক পাওয়ার পর টুর্নামেন্টটিতে খেলতে না গেলেও, ঠিকই ইএসপিএন ক্রিকইনফোতে দেখানো হোবার্টের স্কোয়াডে আছেন। এ ছাড়া পিএসএলের আসন্ন মৌসুমেও প্রথমবার ডাক পেয়েছেন রিশাদ, সিলভার ক্যাটাগরি থেকে তাকে নিয়েছে লাহোর কালান্দার্স।
এদিকে, চলমান বিপিএলে রিশাদ খেলছেন ফরচুন বরিশালের হয়ে। যদিও তার নিয়মিত একাদশে থাকার সুযোগ মেলেনি। এখন পর্যন্ত বরিশালের ৭ ম্যাচের ৪টিতে একাদশে ছিলেন রিশাদ। তার পেছনে অবশ্য কারণও আছে, বরিশালের স্কোয়াডটি যে তারকায় ঠাসা। তাদের হয়ে রিশাদ ৪ ম্যাচে ৭.৬৬ ইকোনমিতে ৪ উইকেট পেয়েছেন। তবে ব্যাটিংয়ের সুযোগ মেলেনি একটি ম্যাচেও।
আরও পড়ুন
প্রসঙ্গত, শুরুর দিকে রিশাদের বিগ ব্যাশ খেলার ব্যাপার বিসিবি ইতিবাচক থাকলেও, বিপিএলের কাছাকাছি সময়ে টুর্নামেন্টটি হওয়ায় আর ব্যাট-বলে মেলেনি। পরের আসরে খেলার ইচ্ছা আছে তার, ‘আমি আগেই বলেছি কোনো কিছু নিয়ে আমি আক্ষেপ করি না। যেদিন যেটা থাকে সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে এখন বিপিএল নিয়েই চিন্তা করছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না। পরেরবার হবে ইনশাআল্লাহ।’
এএইচএস