ভালো খেলেও যে কারণে চট্টগ্রামের একাদশে নেই লঙ্কান পেসার

বিপিএলের মাঝপথেই চিটাগাং কিংস শিবিরে যোগ দেন শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। এরপর ৩ ম্যাচ খেলে করেছেন মিতব্যয়ী বোলিং, পাশাপাশি দুটি উইকেটও শিকার করেন। তবুও আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে চিটাগাং কিংসের একাদশে দেখা যায়নি বিনুরাকে। পরে গুঞ্জন ওঠে, পারিশ্রমিক ইস্যুর কারণে দলটি লঙ্কান পেসারকে খেলায়নি। এমন গুঞ্জন সত্য নয় বলে দাবি করেছেন ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার লাভলু রহমান।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিনুরার না খেলার প্রসঙ্গে তিনি জানান, ‘এরকম (পারিশ্রমিক) কোনো কিছু নয়। আসলে আমাদের নতুন ক্রিকেটার এসেছে, হুসাইন তালাত। আমরা এই কারণেই ওকে (বিনুরা) বদলেছি। আজকে আমাদের ব্যাটিং কিন্তু একটু গভীর রেখেছিলাম। যেহেতু ও (তালাত) অলরাউন্ডার, তাই দলের সমন্বয়ের জন্যই ওকে নেওয়া।’
লঙ্কান পেসার বিনুরাকে পারিশ্রমিকের ৫০ শতাংশ টাকা আগেই দেওয়া হয়েছিল বলে জানালেন চিটাগাং কিংসের ম্যানেজার লাভলু, ‘পারিশ্রমিকের কোনো সমস্যা নেই। তার (বিনুরা) চুক্তির পঞ্চাশ শতাংশ আগেই দিয়েছি। তাই পারিশ্রমিকের কারণে সে দলের বাইরে এমনটা বলার সুযোগ নেই।’
চট্টগ্রামের স্কোয়াডে থাকা দেশি-বিদেশি সব ক্রিকেটারই পারিশ্রমিকের বড় অংশ পেয়েছেন বলেও দাবি তার, ‘সার্বিকভাবে আমাদের দলের দেশি ও বিদেশি সবারই পারিশ্রমিক হয়েছে। অন্য দলের মতো নয়। আমাদের যথেষ্ট ভালো পরিমাণে দেওয়া হয়েছে। কেউ কেউ দেখা যায় ৭০ শতাংশ পেয়ে গেছে, কেউ ৫০ শতাংশ পেয়েছে, কেউ আবার ৪০-৪৫ শতাংশ আছে। তবে বেশিরভাগ ক্রিকেটার ৫০ শতাংশ পেয়েছে।’
আরও পড়ুন
প্রসঙ্গত, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান তোলে। লক্ষ্য তাড়ায় ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলে চলমান বিপিএলে ৫ জয়ে টেবিলের তিনে অবস্থান করছে চট্টগ্রাম।
এসএইচ/এএইচএস