সাবেক সাইক্লিস্ট ও সেক্রেটারি ওয়ালিদ আর নেই

ওয়ালিদ হোসেন বাংলাদেশের সাইক্লিংয়ের পরিচিত মুখ। আজ সকালে ঢাকার দোহারে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ৬৭ বছর বয়সী ওয়ালিদ স্ত্রী, এক পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওয়ালিদ সাইক্লিস্ট ছিলেন। জাতীয় পর্যায়ে তার পদক রয়েছে। অবসরের পর কোচ ও সংগঠক হিসেবে সাইক্লিংয়ের সঙ্গেই ছিলেন।
জাতীয় সাইক্লিং দলের কোচের পাশাপাশি সংগঠক হিসেবে ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদেও ছিলেন। ক্রীড়াঙ্গনের অন্যতম শীর্ষ সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্যও ছিলেন।
ওয়ালিদের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক নেমেছে। সাইক্লিং ফেডারেশনের পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
এজেড/এইচজেএস