শীর্ষ আটে থাকতে ‘অসম্ভবকে’ সম্ভব করতে চায় বায়ার্ন

বুন্দেসলিগায় ভালো সময় কাটালেও চ্যাম্পিয়ন্স লিগে সুবিধা করতে পারছে না বায়ার্ন মিউনিখ। শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা তাদের খুব কম। তবে এটাকে অসম্ভব ভাবছেন না কোচ ভিনসেন্ট কোম্পানি।
আজ বুধবার (২৯ জানুয়ারি) ঘরের মাঠে স্লোভান ব্রাটিস্লাভার বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন। স্লোভেনিয়ার দলটি ইতোমধ্যেই সাত ম্যাচের সবকটি হেরে ছিটকে গেছে। সমান সংখ্যক ম্যাচ খেলে চার জয় পেয়েছে বায়ার্ন। ১২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে তারা।
সরাসরি শেষ ষোলোয় যেতে হলে বায়ার্নকে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের দিকেও। তবুও শীর্ষ আটে থাকার স্বপ্ন দেখছেন কোম্পানি। অন্য দলের দিকে না তাকিয়ে নিজেদের সেরাটা দেওয়াতেই মনযোগ তার।
বায়ার্ন কোচ বলেন, 'আমরা ঘরের মাঠে খেলব। এটা আমাদের জন্য বিশেষ জায়গা এবং এখানে, যেকোনো কিছুই সম্ভব। অন্যান্য ম্যাচে কী ঘটবে, সেটার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, পুরোটা আমাদের পারফরম্যান্সের বিষয়।'
'হয়তো (অন্যান্য ম্যাচ থেকে) আমরা কিছু তথ্য পাব যে, আমাদের আরও একটি বা দুটি গোল প্রয়োজন, তারপর আমরা আরও কিছুটা ঝুঁকি নিতে পারব।'
৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।
এইচজেএস