ঝোড়ো ইনিংসে চিটাগাংকে জিতিয়ে যা বললেন পাকিস্তানি ব্যাটার

চিটাগাং কিংসের বিপক্ষে আগে ব্যাটিং করে বড় সংগ্রহ গড়তে পারেনি রংপুর রাইডার্সর। অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি রাইডার্স বোলাররাও। তাতে ৫ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নেয় কিংসরা। এই জয়ে প্লে অফ অনেকটা নিশ্চিতই বলা যায় চিটাগাংয়ের।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগাং।
এদিন ছোট লক্ষ্য তাড়ায় চিটাগাংকে সহজ জয়ে এনে দিতে বড় অবদান রেখেছেন হায়দার আলি। পাকিস্তানের এই ক্রিকেটার ব্যাট হাতে ছয় ছক্কার সাহায্যে ১৮ বলে করেন ৪৮ রান। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হায়দার বলেন, 'সবার প্রথমে আল্লাহতায়ালার প্রতি শুকরিয়া আদায় করছি। যে পরিস্থিতিতে আমি নেমেছি তখন যা করার দরকার করতে পেরেছি। দ্রুত কিছু উইকেট পড়ে যাওয়ার পর কাজটা কঠিন হয়ে ওঠে। আমার বেসিক কাজে লাগিয়েছি। রিকোয়ার্ড রান রেট ৮ এর মতো ছিল। তখন আমার ভাবনা ছিল ১-২ ওভার কাজে লাগাতে হবে। ২ ছক্কা হাঁকালে মোমেন্টাম পাই, এরপর সেটাই ধরে রেখেছি মাত্র।'
চিটাগাংয়ের প্লে-অফ খেলা নিয়ে হায়দার বলেন, 'আজকের ম্যাচের পর আরও দুটি ম্যাচ বাকি। এটা সূচির ব্যাপার। ব্যাপারটা আমাদের হিসেবনিকেশে সুবিধা করে দিয়েছে এমন কিছু নয়। ক্রিকেট মানসিক খেলা। কখনও খেলায় বিরতি থাকবে, কখনও লাগাতার ম্যাচ থাকবে। ব্যাপারটা আমাদের সুবিধ্যা দিয়েছে এমন নয়। অন্য আট দশটা সাধারণ ম্যাচের মতই।'
এসএইচ/এইচজেএস