ব্যাটিংয়ের পর পিচ বদলে ফেলার অভিযোগ, শিশিরকে দুষছে স্বাগতিকরা

ভারতের রঞ্জি ট্রফিতে ঘটেছে বিতর্কিত এক কাণ্ড। গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে বারোদার বিপক্ষে খেলছে জম্মু-কাশ্মীর। এই ম্যাচে বারোদার বিপক্ষে পিচ বদলে ফেলার অভিযোগ উঠেছে।
পাঁচ দিনের ম্যাচে দ্বিতীয় দিনের সঙ্গে তৃতীয় দিনের পিচের নাকি কোনো মিল নেই। এমনটাই অভিযোগ জম্মু-কাশ্মীরের। মাঠে নেমে প্রতিবাদও জানিয়েছেন দলটির ক্রিকেটাররা। এ কারণে তৃতীয় দিনে খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে।
তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে জম্মু-কাশ্মীরের কোচ অজয় শর্মা অভিযোগ করেন যে, পিচের রং বদলে গেছে। দ্বিতীয় দিনের পিচে ব্যাট করা সহজ ছিল। কিন্তু তৃতীয় দিন পিচ দেখে তার মনে হচ্ছে ভেজা। ফলে সেখানে ব্যাট করা কঠিন হবে।
মাঠে নেমে প্রতিবাদ করেন দলের ক্রিকেটাররাও। দুই আম্পায়ার পশ্চিম পাঠক ও রবি তেজার সঙ্গে কথা বলেন কোচ অজয়। ছিলেন ম্যাচ রেফারি অর্জন কৃপাল সিংও। পরে ম্যাচ রেফারির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে দলটি।
রঞ্জির নকআউটে যেতে হলে এই ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। ম্যাচ ড্র হলেই নকআউটে যাবে জম্মু-কাশ্মীর। কিন্তু বরোদাকে জিততেই হবে। তাই তাদের কাছে এই ম্যাচই নকআউট। সে কারণেই ঘরের মাঠে বাড়তি সুবিধা নিচ্ছে বরোদা বলে অভিযোগ জম্মু-কাশ্মীরের।
তাদের ব্যাটাররা যাতে বেশি রান করতে না পারে তার জন্য ইচ্ছা করে পিচ বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জম্মু-কাশ্মীরের কোচ অজয়। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে বরোদা।
বারোদা জানিয়েছে, ভিত্তিহীন অভিযোগ করেছে জম্মু-কাশ্মীর। শিশিরের কারণে আউটফিল্ড ও পিচ কিছুটা ভেজা ছিল। এখানে অন্য কোনো কারণ নেই। উল্টো তাদের মানহানি করা হয়েছে বলে অভিযোগ দলটির। এমনকি জম্মু-কাশ্মীরের এমন আচরণে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াতে (বিসিসিআই) অভিযোগ জানাবে বারোদা।
এইচজেএস