নারী ফুটবলারদের তলব বিশেষ কমিটির

জাতীয় নারী ফুটবল দলের উদ্ভুত সংকটের প্রেক্ষিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছেন। সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের নেতৃত্বাধীন কমিটির আজ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বিকেলে সভাপতিকে কোচ ইস্যুতে চিঠি দেয়া ১৮ ফুটবলারকে কমিটির সামনে সশরীরে উপস্থিত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে।
বিশেষ কমিটির প্রথম সভায় সামগ্রিক বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। কয়েক জন সদস্য উদ্ভুত ঘটনার জন্য নারী উইংয়ের ভূমিকা কেমন ছিল এ নিয়ে প্রশ্ন উথাপন করেন। কমিটি সুষ্ঠ ও নিরপক্ষে প্রতিবেদন প্রস্তুতে নারী উইংয়ের সঙ্গে বসবে। আগামীকাল প্রতি খেলোয়াড়কে আলাদা-আলাদা শুনবে নাকি সবার বক্তব্য একসঙ্গে শুনবে সেটা এখনো নিদির্ষ্ট হয়নি।
পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্ব মূলত সিনিয়রদের উপেক্ষা করে জুনিয়রদের প্রাধান্য এবং সিনিয়রদের অসম্মান-তাচ্ছিল্য করা। আজও ফেডারেশনে বাটলার জুনিয়র ফুটবলারদের প্রাধান্য দিয়েই বক্তব্য দিয়েছেন। অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের তিনি জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত করতে আশাবাদ ব্যক্ত করেছেন। যা আবারও সিনিয়রদের উপেক্ষা করার মতো। এ নিয়ে বিশেষ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমরা সকল বিষয় পর্যালোচনা করব এবং সব পক্ষের কাছ থেকে শুনব। এখনই কোনো বিষয়ে মন্তব্য করা যাচ্ছে না।'
বৃটিশ কোচ পিটার বাটলারের অধীনে ১৮ জন নারী ফুটবলার অনুশীল করতে চান না। বাফুফে নারী দলের কোচ পিটার বাটলারকেই রাখলে তারা ফুটবল থেকেই বিদায় নেবেন এমন ঘোষণা গণমাধ্যমের পাশাপাশি সভাপতিকে দেয়া চিঠিতেও উল্লেখ করেছেন তারা।
সেই চিঠিতে স্বাক্ষর করেছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, মারিয়া মান্দা, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, মনিকা চাকমা, শামসুন্নাহার (সিনিয়র), ঋতু পর্ণা চাকমা, তহুরা খাতুন, সুমাইয়া মাতসুসিমা, রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার জুনিয়র, নিলুফার ইয়াসমীন নীলা, স্বর্ণা রাণী মন্ডল, সাথী বিশ্বাস, সাগরিক ও নাসরিন আক্তার। এই ১৮ জন ফুটবলারই বাফুফে সাধারণ সম্পাদকের প্রেরিত নোটিশ পেয়েছেন।
এজেড/এইচজেএস