টোকিও অলিম্পিক হবে তো?

করোনার কারণে পুরো পৃথিবীজুড়েই অনিশ্চয়তা বেড়েছে ক্রীড়াঙ্গনে। বেশির ভাগ খেলারই বদলে যাচ্ছে সূচি, স্থগিতও হচ্ছে অনেক টুর্নামেন্ট। ২০২০ সালে স্থগিত হওয়া বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সময় যত এগিয়ে আসছে, ততই যেন বাড়ছে অনিশ্চয়তা। টোকিও অলিম্পিক বাতিলের পক্ষে সরব আয়োজক দেশ জাপানের নাগরিকদের বেশির ভাগ।
অলিম্পিক বাতিল কিংবা স্থগিত করতে চলছে স্বাক্ষর সংগ্রহের কাজ। এর মধ্যেই ফের সংকটে পড়ল অলিম্পিক কমিটি। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ শুরু হতে আর মাত্র বাকি ৮ সপ্তাহ। তার আগেই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টোকিও অলিম্পিকের স্পন্সর প্রতিষ্ঠান আসাহি শিম্বুন পত্রিকা।
করোনা আবহে জাপানের বর্তমান প্রেক্ষাপটকে মাথায় রেখে স্পনসরশিপ থেকে সরে দাঁড়াল আসাহি শিম্বুন পত্রিকা। ফলে অলিম্পিক নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। স্পন্সর থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি অলিম্পিক বাতিলেরও দাবিও তুলেছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বিক্রীত এই পত্রিকা।
দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তারা লিখেছে, ‘শান্তভাবে আপনি পরিস্থিতিকে পুনঃমূল্যায়ন করে আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিক বাতিলের সিদ্ধান্ত নিন।’
এমএইচ