ফোন হারালেন বাবর, ভক্তরা বলছে ‘না, আপনি ফর্ম হারিয়েছেন’

বিশ্ব ক্রিকেটে ‘ফ্যাব-ফোর’ খ্যাত চার সিনিয়র তারকার সঙ্গে লড়াইয়ের আভাস দিয়েছিলেন বাবর আজম। তবে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ক্যারিয়ারের শুরুতে দেখানো সেই ফর্ম হারিয়ে খুঁজছেন। ব্যাট হাতে ধারাবাহিকতা শব্দের অর্থ মেলানোর চেষ্টায় আছেন বাবর। যা নিয়ে ভক্তরা তাকে খোঁচাতেও ছাড়েন না। এই যেমন, ফোন হারানোর খবর দিতেই ভক্তরা বলছেন– ‘ফোন নয়, আপনি ফর্ম হারিয়েছেন!’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক টুইটে বাবর আজম নিজের মোবাইল ফোন হারানোর কথা জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার ফোন এবং কন্টাক্ট (নম্বর) হারিয়ে ফেলেছি। যত দ্রুত সম্ভব তা খুঁজে পেলে সবার সঙ্গে যোগাযোগ হবে।’
নিজের মূল্যবান বস্তু হারিয়ে কোথায় সমবেদনা পাবেন, উল্টো সেই টুইটের মন্তব্যের ঘরে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা। কেউ কেউ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ভুুলোমনা স্বভাবের কথাও টেনে এনেছেন সেখানে। আবার কারও প্রশ্ন- বাবরের এক্স একাউন্ট হ্যাক হয়েছে কি না! তবে বেশিরভাগই পাক তারকার অফফর্মকে টেনে খোঁচা দিতে ছাড়ছেন না। পাশাপাশি ফোন এবং ফর্ম ফিরে পাওয়ার পাশাপাশি বাবরের আসন্ন ম্যাচের জন্যও শুভকামনা জানিয়েছেন একটি অংশ।
— Babar Azam (@babarazam258) February 6, 2025
২০২৪ সালে ফর্মের দারুণ উত্থান-পতন দেখেছেন বাবর। যে কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তাকে টেস্ট সিরিজের মাঝপথেও বাদ পড়তে হয়েছিল। তারকাখ্যাতির মাঝেও এমন দিন দেখতে হবে, তা হয়তো বাবর নিজেও ভাবেননি। একই সময়ে অল্প সময়ের ব্যবধানেই দুই দফায় পাকিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়তে হয়েছে তাকে। গত বছর ৫ টেস্ট খেললেও কোনো সেঞ্চুরি পাননি বাবর, ফিফটিই পেয়েছেন কেবল একটি। ওই সময়ে লাল বলের ৫টি ম্যাচ ও ১০ ইনিংসে ব্যাট করে তিনি ২০.২০ গড়ে ২০২ রান করেছেন।
টেস্টে বছরটা ভালো না কাটলেও, সাদা বলের দুই ফরম্যাটে (ওয়ানডে, টি-টোয়েন্টি) ব্যাট হাতে ছন্দে ছিলেন বাবর। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও তিনি জায়গা পেয়েছেন। ২০২৪ সালে ৬ ওয়ানডেতে ২টি ফিফটি ও ৫৭ গড় নিয়ে তার ব্যাটে এসেছে ২২৮ রান। এ ছাড়া ২৪ টি-টোয়েন্টিতে ৬টি ফিফটি, ৩৩.৫৪ গড় এবং ১৩৩.২১ স্ট্রাইকরেটে ৭৩৮ রান করেছেন বাবর।
আরও পড়ুন
প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বাবরদের ঘরের মাঠে। যেখানে এই তারকার কাছ থেকে ছন্দময় ব্যাটিংই চাইবে পাকিস্তান। আসরের উদ্বোধনী ম্যাচে তারা করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। এ ছাড়া গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে বাবর-রিজওয়ানরা।
এএইচএস