বিপিএলের পিচ ও লঞ্চে করে বরিশালে যাওয়া প্রসঙ্গে যা বলছেন তামিম

বিপিএলের বিগত আসরগুলোয় আলোচনার অন্যতম কেন্দ্রে থাকত মাঠের পিচ বা উইকেট। তবে চলমান বিপিএলে তিন ভেন্যুতেই যথেষ্ট রানের দেখা মিলেছে। যে কারণে ফাইনাল ম্যাচের আগেরদিন আজ (বৃহস্পতিবার) মাঠকর্মীদের কৃতিত্ব দিলেন তামিম ইকবাল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের এই অধিনায়ক বলেন, ভালো উইকেটে খেললে ভালো খেলোয়াড় উঠে আসে।
তামিম বলছিলেন, ‘মার্ক করা উচিৎ না কাউকে। বিপিএল আসলে উইকেট বড় ইস্যু হয়ে দাঁড়ায়। আমি নিজেও অনেক করেছি। এই বিপিএলে গ্রাউন্ডসম্যানদের অনেক ক্রেডিট দিতে হবে। উইকেট দারুণ ছিল আমার মনে হয়। এখানে উন্নতি এসেছে। (মাঠকর্মীদের) অনেক ক্রেডিট দিতে হবে। উইকেট যদি ভালো হয়…শেষ বছরে ১-২ জন ৪০০ এর কাছাকাছি। এবার প্রথম ৬-৭ জন ৩৫০ এর কাছাকাছি রান করেছে।’
বিপিএলের আগামী আসরগুলোতেও এমন স্পোর্টিং পিচ থাকলে, অনেক ক্রিকেটার উঠে আসবে বলে আশা তামিমের, ‘এভাবে হলে রান ৬০০-৬৫০ পর্যন্তও যেতে পারে। আপনি এক ধরনের উইকেটে বছরের পর বছর খেলতে থাকেন, এরপর হুট করে ভালো উইকেট দেওয়া হলো। এর মানে এই না যে ওই টুর্নামেন্টে রান করবেন। ভালো উইকেটেও কীভাবে খেলতে হবে, তাও শেখার দরকার আছে। অনেক শটও দেখা গেছে যেগুলো উইকেট এলাউ করেছে তাদের খেলতে। ৩-৪ বছর এমন উইকেট থাকলে অনেক প্লেয়ার উঠে আসবে।’
আরও পড়ুন
বরিশাল ফ্র্যাঞ্চাইজির ভালো ফ্যানবেজ তৈরি হয়েছে জানিয়ে এবার চ্যাম্পিয়ন হলে লঞ্চে করে শহরটিতে যাওয়ার কথাও জানালেন অধিনায়ক তামিম, ‘আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগাং, সিলেট, ঢাকা যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি গ্রুপপর্ব হোক বা কোয়ালিফাই, সবসময় দর্শক ছিল বরিশালের। আমরা অনেক ভাগ্যবান। এটাই আমরা বিপিএল নিয়ে স্বপ্ন দেখেছি। একেকটা দলের আলাদা ফ্যানবেজ থাকবে। যা বরিশাল সফলভাবে করতে পেরেছে গত ২ বছরে। অবশ্যই চেষ্টা থাকবে যদি চ্যাম্পিয়ন হতে পারি ইচ্ছা আছে (লঞ্চে করে)। আমার মনে হয় (গতবার) কোনো কারণে যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করে তাহলে অবশ্যই (যাব)।’
প্রসঙ্গত, আগামীকাল (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। এদিন টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই টানা দ্বিতীয় আসরে শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন তামিম-মাহমুদউল্লাহরা।
এসএইচ/এএইচএস