বিপিএল নিয়ে যে শঙ্কার কথা জানাল ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন

নানা বিতর্কিত কাণ্ডে সমালোচিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান একাদশ আসর। যদিও সব পেরিয়ে টুর্নামেন্টটির আর মাত্র একটি ম্যাচ বাকি। আগামীকালের (শুক্রবার) ফাইনালকে সামনে রেখে নতুন করে টুর্নামেন্টটি নিয়ে শঙ্কার কথা সামনে এসেছে। পারিশ্রমিক বকেয়াজনিত সমস্যা সমাধান না হলে ভবিষ্যতে ভালো কোনো বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে না বলে জানিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।
বিপিএলের শুরু থেকেই পারিশ্রমিক ইস্যুতে লেজেগোবরে অবস্থা হয়েছে দুর্বার রাজশাহীর। ম্যাচের আগে অনুশীলন বয়কট, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট এবং সর্বশেষ টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পরও বিদেশিদের বকেয়া ও বিমানের টিকিট না পাওয়ার মতো কলঙ্কজনক ঘটনার নজির দেখা গেছে। এমনকি হোটেলের বকেয়া পরিশোধ করতে না পারার মতো অভিযোগও রয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে।
এরপরও ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না হওয়ায় রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। সেখানে নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫, তথা তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি। অন্যথায় তার বিরুদ্ধে যেকোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
আরও পড়ুন
এ ছাড়া চিটাগাং কিংসের বিরুদ্ধেও পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ করতে না পারার অভিযোগ ওঠে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির এসব অনিয়ম ও বিতর্ক নিয়ে সোচ্চার হয়েছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির মতে– পারিশ্রমিক বকেয়া রাখায় বিপিএল বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। যে কারণে ভবিষ্যতে ভালো মানের বিদেশি খেলোয়াড় না–ও পাওয়া যেতে পারে।
ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী টম মোফাত বলেছেন, ‘আমাদের ধারণা নন-পেমেন্ট ইস্যু চলমান থাকলে ভালো ক্রিকেটাররা টুর্নামেন্ট থেকে আগ্রহ হারাবে। বিপিএলে বারবার এ ধরনের ইস্যুর নজির খুবই হতাশার। কয়েক বছর ধরেই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এটি অগ্রহণযোগ্য, কোনো উন্নতি হচ্ছে না এবং এটি (পারিশ্রমিক বকেয়া) খেলোয়াড়দের পারফরম্যান্সেও প্রভাব ফেলে।’

তিনি আরও বলেন, ‘যেকোনো অনুমোদিত লিগে এটুকু নিশ্চয়তা থাকা উচিৎ যে, চুক্তিতে খেলোয়াড়দের মৌলিক বিষয়গুলো সুরক্ষিত থাকবে। খেলাটি লেনদেনজনিত সমস্যা সমাধানে সক্ষম নয়। ২০২৫ সালে এসে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে সেরাদের কাতারে থাকতে হলে এসবে পরিবর্তন আনতে হবে। নির্ধারিত সময়ের মাঝে গভর্নিং বডির উচিৎ নিজেদের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে এই সমস্যা সমাধান করা। তাদের বুঝতে হবে মানুষের জীবিকা বিপন্ন যাতে না হয়।’
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএলের একাদশ আসর শেষ হবে আগামীকাল। এদিন সন্ধ্যা ৭টায় বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই টানা দ্বিতীয় আসরে শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন তামিম-মাহমুদউল্লাহরা। আর দ্বিতীয়বার ফাইনাল খেলতে নামছে চিটাগাং, আগেরবার ২০১৩ সালে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল।
এএইচএস