ভারত্তোলক প্রান্ত স্বর্ণজয়ী মাবিয়ার জীবনসঙ্গী

২০১৬ ও ’১৯ দুই এসএ গেমসে ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত স্বর্ণ জিতেছিলেন। স্বর্ণজয়ী এই ভারত্তোলক জীবনের জুটি গড়েছেন আরেক ভারত্তোক সাকায়াত হোসেন প্রান্তের সঙ্গে। আজ দুই ভারত্তোলকের বিবাহ সম্পন্ন হয়েছে।
২০১৬ সালে ভারতের গৌহাটিতে স্বর্ণ জিতে ক্রীড়াঙ্গনে আলোচনায় আসেন মাবিয়া আক্তার সীমান্ত। এরপর থেকে বাংলাদেশে চলছে মাবিয়া অধ্যায়। তার স্বামী প্রান্তও জাতীয় ভারত্তোলক। এসএ গেমসে তার ব্রোঞ্জপদক রয়েছে। দুই জনই একই সার্ভিসেস সংস্থা আনসারের হয়ে খেলেন।
ক্রীড়াবিদদের মধ্যে বিবাহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন নয়। ভারত্তোলনেই মোল্লা সাবিরা ও কাজল দত্ত দাম্পত্য জুটি রয়েছে। তাদের অনুসরণ করলেন এবার মাবিয়া-প্রান্ত। দুই জন একই খেলার এবং একই সার্ভিসেস সংস্থায় থাকলেও প্রথাগত প্রেম ছিল না বলে মন্তব্য মাবিয়ার, ‘আমরা একে অপরকে অনেকদিন থেকেই চিনি। ২০২৩ সালের দিকে তিনি তার ভালো লাগার বিষয়টি বলেন। এরপর দুই পরিবারের মধ্যে আলোচনা চলে। দুই পরিবার শুরু থেকেই সম্মতি ছিল। গত বছর আমার আন্তর্জাতিক খেলার জন্য একটু বিলম্ব হয়েছে। এই বছরের শুরুর দিকেই দুই পরিবারের উদ্যোগে শুভ কাজ সম্পন্ন হলো।’
অনেক ক্রীড়াবিদ অবসর নেওয়ার পর অন্য চাকুরি বা ব্যবসায় এমনকি প্রবাস জীবন বেছে নেন। আবার অনেকে কোচ বা ম্যানেজার, কর্মকর্তা হয়ে ক্রীড়াঙ্গনেই জীবন পার করেন। মাবিয়া আক্তার সীমান্ত ক্রীড়াঙ্গনেই থাকতে চান এজন্যই ভারত্তোলককে বেছে নেয়া,‘আমরা দুই জন একই খেলার। এতে আমাদের মধ্যে বোঝাপড়া ভালো। দুই জনই ক্রীড়াঙ্গনেই থাকতে চাই। সব কিছু ভেবেই আমাদের পথচলা।’
আজ রাজধানী ঢাকায় দুই ভারত্তোলকের ঘরোয়া আবহে বিবাহ অনুষ্ঠানে ভারত্তোলন ফেডারেশনের কর্মকর্তা ও কয়েকজন ভারত্তোলক ছিলেন। মাবিয়া এসএ গেমসে জেতার পর মিরপুরে সরকারি ফ্ল্যাট পেলেও খিলগাওতে থাকেন। মাবিয়ার বাড়ি মাদারীপুর আর প্রান্তের কুষ্টিয়া।
এজেড/এফআই