চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই ব্যাটিং কোচ, দায়িত্বে সালাউদ্দিন

গেল বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে ছিলেন না ব্যাটিং কোচ ডেভিড হেম্প। যে কারণে পুরো সফরে ব্যাটিংয়ের দেখভাল করেছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেশি এই কোচ দায়িত্ব পালন করবেন ব্যাটিং কোচের।
বিষয়টি বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে ঢাকা পোস্টকে।
বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন হেম্প। গেল বছরের ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দেখতে সিলেটে গিয়েছিলেন তিনি। এরপর থেকে ছুটিতে রয়েছেন হেম্প। তবে কবে নাগাদ আবার বাংলাদেশে আসবেন সেটি জানা যায়নি। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও থাকছেন না তিনি।
মূলত জাতীয় দলের হয়ে হেম্পের পারফর্মম্যান্সে খুশি নয় বিসিবি। যে কারণে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে ২০২৬ সালের মার্চ পর্যন্ত হেম্পের সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির। সেক্ষেত্রে জাতীয় দলের সঙ্গে যুক্ত না হলে তার আগের জায়গা হাই পারফর্মম্যান্স ইউনিটে দেখা যেতে পারে।
এসএইচ/জেএ