ভোরে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জিতলেই চ্যাম্পিয়ন

বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার যেকোনো পর্যায়ের লড়াই মানেই বাড়তি উন্মাদনার উপলক্ষ্য। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যে দুই দল একবার মুখোমুখিও হয়েছিল। যেখানে সেলেসাওদের ৬-০ গোলে উড়িয়ে দেয় আলবিসেলেস্তে যুবারা। তবে পরিস্থিতি বদলে গেছে। ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই সমান পয়েন্ট পেলেও, এই মুহূর্তে গোল ব্যবধানে এগিয়ে আছে সাম্বাবয়রা।
লাতিনদের এই যুব চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের আরও দুটি করে ম্যাচ বাকি। যার প্রথমটিতেই আগামীকাল (শুক্রবার) সকাল ৭টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচে বিজয়ীদের শিরোপাও নিশ্চিত হয়ে যেতে পারে। হাইভোল্টেজ ম্যাচের আগে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে আছে এই দুই লাতিন জায়ান্ট। যেখানে এক গোল বেশি নিয়ে নম্বর ওয়ান ব্রাজিল।
ব্রাজিল-আর্জেন্টিনার যুবাদের এই লড়াইয়েই নিশ্চিত হয়ে যাবে চ্যাম্পিয়নশিপের শিরোপা। কারণ চূড়ান্ত পর্বের পয়েন্ট তালিকায় তাদের পরবর্তী অবস্থানে থাকা কলম্বিয়া ও প্যারাগুয়ে ৩ ম্যাচে মাত্র একটি করে জয় পেয়েছে। ফলে তাদের পয়েন্ট ৩। নিজেদের পরবর্তী দুটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ৯। কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার বিজয়ী দল কালকেই নিজেদের পয়েন্টকে ১২–তে উন্নীত করবে। ফলে নিজেদের শেষ ম্যাচে হারলেও অন্যদের চেয়ে ধরাছোঁয়ার বাইরেই থাকবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
আরও পড়ুন
এক্ষেত্রে অবশ্য চ্যাম্পিয়ন কারা হবে– তা নিয়ে আরও সমীকরণ বাকি আছে। কালকের ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার একটি দল জিতে পরের ম্যাচে হারলে এবং এই ম্যাচে হেরে পরের ম্যাচে জিতলেও দুই দলের পয়েন্ট সমানই (১২) থাকবে। সেক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে কালকের ম্যাচে জেতা দলটির হাতেই উঠবে শিরোপা।
আবার মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা ড্র দিয়ে শেষ করলে, দুই দলই যদি পয়েন্ট ভাগাভাগি করবে। এতে ৪ ম্যাচে দুই দলেরই পয়েন্ট দাঁড়াবে সমান ১০ করে। সেই সময় দেখা হবে শেষ ম্যাচের ফলাফল। নিজেদের শেষ ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শিরোপা নিশ্চিতের জন্য। সব ম্যাচ শেষেও যদি উভয় দলের পয়েন্ট সমান হয়, তখন গোল ব্যবধানেই শিরোপা নির্ধারিত হবে।
লাতিন অঞ্চলের এই ইয়ুথ চ্যাম্পিয়নশিপে ব্রাজিল ১২ এবং আর্জেন্টিনা ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ, সেলেসাওরা দ্বিগুণেরও বেশি শিরোপা নিয়ে আছে ধরাছোঁয়ার বাইরে, সেটি আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে এবার। একইসঙ্গে প্রথম ম্যাচে আলবিলেস্তেদের কাছে প্রথম ম্যাচে হারের প্রতিশোধও পূর্ণ হবে। অন্যদিকে জয়ের ধারা ধরে রেখে আর্জেন্টিনার সামনে ষষ্ঠ শিরোপা জয়ের সুযোগও হাতছানি দিচ্ছে।
এএইচএস