ছুটির দিনে ব্যস্ততাময় ক্রীড়াঙ্গন

শবে-বরাতের পরের দিন সরকারি ছুটি। এ দিন নাগরিক জীবনের ব্যস্ততা তেমন থাকে না। রাস্তাঘাটেও বিরাজ করে শূন্যতা। এমন ছুটির দিনে আজ ক্রীড়াঙ্গন ব্যস্ত সময় কাটিয়েছে।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আজ ছুটির দিন বেছে নিয়েছে। জাতীয় সংসদ ভবন থেকে পল্টনস্থ জাতীয় স্টেডিয়ামে শতাধিক সাইক্লিষ্ট সাইক্লিং র্যালিতে অংশ নেন। ছুটির দিন হওয়ায় সাইক্লিস্ট ও সাধারণ জনগণ কাউকেই ভোগান্তির মধ্যে পড়তে হয়নি।

দুপুরে বাংলাদেশ টেনিস ফেডারেশন তারুণ্যের উৎসব উপলক্ষ্যে স্কুল শিক্ষার্থীদের নিয়ে টেনিস উৎসব করে। রাজধানী ঢাকা ও জেলা পর্যায়ের বেশ কয়েকটি স্কুল এতে অংশ নেয়। অংশগ্রহণকারী খেলোয়াড়রা ফেডারেশনের পক্ষ থেকে সনদ পেয়েছেন।
বিকেলে কাবাডি ফেডারেশন জাতীয় যুব পর্যায়ের কাবাডির চূড়ান্ত পর্বের উদ্বোধন করেছে। আজ প্রথম দিন জয় পেয়েছে বগুড়া, গোপালগঞ্জ, বিকেএসপি, রাঙামাটি, সিলেট ও লালমনিরহাট। ড্র হয়েছে চট্টগ্রাম ও সাতক্ষীরর মধ্যকার ম্যাচ। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কাবাডি ফেডারেশন যুব কাবাডি প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ২০ জানুয়ারি শুরু করেছিল।

সরকারি ছুটির দিনে আজ সারাদিনই ব্যস্ত সময় কাটিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, এনডিসি। দুই জনই আজ একাধিক অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এজেড/জেএ