হামজার জন্য শেফিল্ডে চিঠি, ফাহমিদুলকে ইতালিয়ান ক্লাবের অভিনন্দন

ইতালির সিরি-ডি (চতুর্থ স্তর) বিভাগের দল অলবিয়া কালসিও। এই দলে খেলেন বাংলাদেশি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এশিয়া কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য ফাহমিদুলকে প্রাথমিক স্কোয়াডে রেখেছেন। ফাহমিদুল বাংলাদেশ দলে ডাক পাওয়ায় ইতালিয়ান ক্লাব অলবিয়া কালসিও অভিনন্দন জানিয়েছে।
ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেজে ইতালিয়ান ভাষায় ফাহমিদুল ও বাংলাদেশ নিয়ে পোস্ট করেছে। ইতালিয়ান ভাষার বাংলা অনুবাদ অনেকটা এই রকম, ‘ফাহমিদুল ইসলামকে বাংলাদেশ দলে ডাকা হয়েছে। তার আমন্ত্রণ আমাদের ক্লাবে এসে পৌঁছেছে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এর আগেই তাকে ক্লাব থেকে অবমুক্ত (জাতীয় দলে খেলার জন্য ছাড়করণ) করা হবে। ফাহমিদুলের ঐতিহাসিক উপলক্ষ্যে তাকে অভিনন্দন জানাই।’
Olbia Calcio 1905 è lieta di comunicare che il classe 2006 Fahamedul Islam è stato convocato in pre-ritiro della...
Posted by Olbia Calcio on Wednesday, February 19, 2025
২৫ মার্চ ভারত ম্যাচকে সামনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু করবে। ৫ মার্চ সৌদির উদ্দেশে রওনা হবে। সৌদিতে দশ দিনের অনুশীলনের পর আবার ঢাকায় আসবে। এরপর ঢাকা থেকে ভারতের শিলংয়ের উদ্দেশে ২০ মার্চ যাওয়ার পরিকল্পনা রয়েছে।
হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডের হয়ে ১৫ মার্চ ম্যাচ রয়েছে। এরপর তিনি আসবেন। ফাহমিদুল সর্বোচ্চ স্তরে না খেলায় এবং বয়সও কম হওয়ায় তাকে কোচ হ্যাভিয়ের কয়েক দিন ক্যাম্পে দেখতে চান। ফাহমিদুলের আগমন নিয়ে ফেডারেশন ইতালিয়ান ক্লাবের সঙ্গে আলোচনা করছে। বাফুফে আজ হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেডকেও চিঠি দিয়েছে হামজাকে মার্চ উইন্ডোতে ছাড়করণের জন্য।

ফুটবলাররা ক্লাবের সাথে চুক্তিবদ্ধ থাকেন। তাই জাতীয় দলে ডাক পেলে ফেডারেশন সংশ্লিষ্ট খেলোয়াড়ের ক্লাবে চিঠি দেন। বাংলাদেশে এর আগে প্রবাসী খেলোয়াড় জাতীয় দলে খেললেও তারা ঘরোয়া লিগেই খেলেছেন। আবার অনেকে ট্রায়াল দিতেও এসেছেন। জাতীয় দলে ডাক পাওয়ার পর বিদেশি কোনো ক্লাবের ফেসবুক পেজে অভিনন্দন জানানোর ঘটনাই খুবই বিরল।
হামজা চৌধুরী বাংলাদেশ দলে ডাক পাওয়ার পর শেফিল্ড ইউনাইটেড কোনো পোস্ট করেনি। তবে ফিফা থেকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়ার পর অবশ্য পূর্বতন ক্লাব লেস্টার সিটি বাংলাদেশি পরিচয়ে নতুন যাত্রার জন্য অভিনন্দন জানিয়েছিল।
এজেড/এফআই