কষ্ট হলেও পরের ম্যাচে খেলতে চাই : হৃদয়

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। গতকাল ভারতের কাছে ৬ উইকেটের ব্যবধানে হারে টাইগাররা। এদিন ম্যাচ হারলেও বাংলেদেশ হয়ে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। নিজে ভালো করলেও দল জিততে না পারার আক্ষেপ তার কণ্ঠে।
আগের ব্যাট করতে নেমে ৩৫ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। এই দুজনে মিলে ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৪ রান যোগ করেছেন। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেকোনো দলের ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। এমন জুটিতে দলকে ম্যাচে ফেরানোর সঙ্গে নিজের ব্যক্তিগত সেঞ্চুরিও পেয়েছেন হৃদয়। তাতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।
অল্প পুঁজি নিয়ে ভালোই লড়াই করেছেন বাংলাদেশের বোলাররা। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। তাই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় জানিয়েছেন তার মন খারাপের কথা। তিনি ফেসবুকে লিখেছেন, 'আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়।'
আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়। শতরানের জন্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই,...
Posted by Tawhid Hridoy on Thursday, February 20, 2025
এই সেঞ্চুরি করার পথে পায়ে টান পড়ে হৃদয়ের। ব্যথা নিয়েই অনেকটা সময় ব্যাট করেছেন তিনি। পরের ম্যাচেও খেলার জন্য সবটা দিয়ে চেষ্টা করবেন এই মিডল অর্ডার ব্যাটার।
তিনি ফেসবুকে লেখেন, 'শতরানের জন্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই, তবে মন খারাপ। হয়তো আমি আরো একটু ভালো খেললে দলের জন্য আরো ভালো হতো। পরের ম্যাচে ফিরতে চাই, তারজন্য যত কষ্টই সহ্য করতে হোক না কেনো।'
এইচজেএস