করোনার কারণে অলিম্পিক খেলা হচ্ছে না তাদের

করোনাকালে অলিম্পিক আয়োজন নিয়েই হচ্ছে বেশ তোলপাড়। তোপের মুখে আইওসি, অলিম্পিক আয়োজন নিয়েই জলঘোলা হচ্ছে বেশ। তবে শেষমেশ অলিম্পিক যদি মাঠেও গড়ায়, তবু ভারতের ব্রোঞ্জজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের খেলার সুযোগ নেই, সঙ্গে আশা শেষ হয়ে গেছে আরেক ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্তেরও।
২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা, গড়েছিলেন ইতিহাস। প্রথম ভারতীয় ব্যাডমিন্টন তারকা হিসেবে এই অর্জন গিয়েছিল তার ঝুলিতে। তবে এবার তার খেলা হচ্ছে না অলিম্পিকেই! তার এ স্বপ্নভঙ্গের কারণ অবশ্য খারাপ পারফরম্যান্স নয়, করোনাভাইরাসের কারণে আসছে অলিম্পিকের আগে বাছাইপর্ব হচ্ছে না আর। এর ফলেই তার অলিম্পিক স্বপ্ন ঝরে গেছে অকালে।
বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের নিয়মানুযায়ী, অলিম্পিকে নাম লেখাতে হলে ১৫ জুনের মধ্যে উত্তীর্ণ হতে হবে। তার আগে আর খেলাই নেই সাইনাদের। ফলে নেই উত্তীর্ণ হওয়ার সম্ভাবনাও। আর এ কারণেই এবার টোকিওতে দেখা মিলবে না সাইনাদের। একই কারণে আরেক শাটলার শ্রীকান্তও পাবেন না অলিম্পিকের টিকিট। ২০১৬ সালের রিও অলিম্পিকে যিনি পুরুষ সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন।
নিয়মানুযায়ী র্যাঙ্কিংয়ে শীর্ষ ১৬ খেলোয়াড়কে দেওয়া হয় অলিম্পিকের টিকিট। কিন্তু বর্তমানে সাইনার অবস্থান ২২-এ। আর শ্রীকান্ত আছেন ২০তম অবস্থানে। করোনার কারণে শেষ কয়েক মাসে হয়নি অনেকগুলো টুর্নামেন্ট, যে কারণে র্যাঙ্কিংয়েও আর উত্তরণ সম্ভব হয়নি তাদের। ফলে এবার আর অলিম্পিকে খেলা হচ্ছে না তাদের।
এনইউ