উইলিয়ামসনকে ফেরালেন রানা, ১৫ রানে ২ উইকেট নেই নিউজিল্যান্ডের

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। নতুন বলে দুই প্রান্ত থেকেই রীতিমতো আগুন ঝরাচ্ছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তাদের সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কিউইরা। তাতে ১৫ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারাল তারা।
৬ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২০ রান। ১০ রান নিয়ে উইকেটে আছেন কনওয়ে। অপর অপরাজিত ব্যাটার রাচিন রবীন্দ্রের সংগ্রহ ৫ রান।
ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। গত ম্যাচে সেঞ্চুরি করা উইল ইয়াংকে আজ রানের খাতাই খুলতে দেননি এই ডানহাতি পেসার। দুর্দান্ত এক ইনসুইংয়ে ইয়াংকে বোল্ড করেছেন তাসকিন। ইয়াং ডাক মারায় কোনো রান করার আগেই উইকেট হারায় কিউইরা।
অভিজ্ঞ উইলিয়ামসনকে থিতু হতে দেননি নাহিদ রানা। চতুর্থ ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন এই পেসার। সেখানে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন উইলিয়ামসন। সাজঘরে ফেরার আগে ৪ বলে ৫ রান করেছেন তিনি।
এর আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় পথ হারায় দল। অভিজ্ঞ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের দায়িত্বহীন ব্যাটিং ছিল দৃষ্টিকটু। এক প্রান্তে ব্যাটারদের এমন আসা-যাওয়ার মিছিলেও আরেক প্রান্তে একাই লড়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ফিফটিতে লড়াইয়ে পুঁজি পায় বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল।
এইচজেএস