বাংলাদেশকে নিয়ে এখনো ভাবছেন না ভারতীয় কোচ

বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে ভারত৷ র্যাঙ্কিং যাই থাকুক ভারত বাংলাদেশ ম্যাচ মানেই ভিন্ন উত্তেজনা। বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক ভারত ম্যাচকে পাখির চোখ করে গতকাল কাতার রওনা হয়েছে।
ভারত ১৯ মে থেকে কাতারেই ক্যাম্প করছে। গতকাল শুক্রবার দুপুরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচের সঙ্গে একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সের আয়োজন করে। সেই প্রেস কনফারেন্সে বাংলাদেশ ভারত প্রসঙ্গও উঠেছে। ২০১৯ সালে কলকাতায় বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল।
ফিরতি লেগে বাংলাদেশকে হারানো সম্ভব কিনা এই প্রশ্নের উত্তরে ভারতের কোচ স্টিমাচ বলেন, ‘আমি এখনো বাংলাদেশকে নিয়ে ভাবছি না। ৩ জুন এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে ম্যাচ সেটাই এখন আমার ভাবনায়৷ ৩ জুনের পর বাংলাদেশকে নিয়ে ভাবব।’
ভারতের ফিরতি লেগ ঢাকায় হওয়ার কথা থাকলেও করোনার জন্য কাতারে আয়োজন করছে এএফসি। ভারতে করোনা পরিস্থিতি খুবই নাজুক এজন্য দেশে ক্যাম্প হয়নি। কাতার গিয়েছে ১৯ মে। এখনো অনুশীলন ম্যাচ খেলতে পারেনি। পরিস্থিতি মেনে নিয়েছেন ভারতের কোচ, ‘ফিলিপাইনের সঙ্গে ম্যাচ খেলার কথা ছিল। দুই দেশের ফেডারেশনের সঙ্গে কথা বার্তা চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত হয়নি। বিষয়টি আমাদের মেনে নিতে হবে।’ বিরূপ পরিস্থিতির মধ্যেও ভারতবাসীকে জয় উপহার দিতে চান ক্রোয়েশিয়ান কোচ, ‘ফুটবলাররাই পারে ভারতবাসীকে এই কঠিন সময়ের মধ্যে জয় উপহার দিয়ে আনন্দের উপলক্ষ এনে দিতে পারে।’ সেই আনন্দ উপলক্ষের জন্য বাংলাদেশ আফগানিস্তান ম্যাচকেই টার্গেট কোচ ইগর স্টিমাচের।
এজেড/এটি