ফেডারেশনের আগেই ‘হকি ফাইফ’ আয়োজন যশোরের

ফাইভ এ সাইড হকি (হকি ফাইফ) এখন বেশ জনপ্রিয়। গত বছর বাংলাদেশ ওমানে ফাইভ এ সাইড এশিয়া কাপে প্রথমবারের মতো অংশ নিয়েছিল। আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিলেও বাংলাদেশ হকি ফেডারেশন ফাইভ-এ-সাইড হকির প্রতিযোগিতা আয়োজন করতে পারেনি এখনও।
যশোর জেলা ক্রীড়া সংস্থা সম্প্রতি হকি ফাইফ আয়োজন করেছে। যশোরের ছয়টি দল এতে অংশগ্রহণ করে। গতকাল যশোর শামসুল হুদা স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে যশোর থান্ডার্স ৮-৬ গোলে যশোর লাইটনিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বর্ষীয়ান সংগঠক শফিকুজ্জামানসহ আরও অনেকে।
সাবেক জাতীয় খেলোয়াড় ও কোচ আশিকুজ্জামান যশোরে অনুষ্ঠিত হকি ফাইফের অন্যতম উদ্যোক্তা। তিনি এই টুর্নামেন্ট সম্পর্কে বলেন, ‘বাংলাদেশে এই টুর্নামেন্ট কখনও হয়নি। এরকম ভিন্নধর্মী উদ্যোগের প্রাথমিক উৎসাহ দিয়েছিলেন হকির কিংবদন্তি সাদেক চাচা (বাংলাদেশের প্রথম হকি অধিনায়ক ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক)। আমার বাবা শফিকুজ্জামানও যথেষ্ট সহায়তা করেছেন। বেশ উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে এই প্রতিযোগিতা শেষ হয়েছে। এই টুর্নামেন্ট খেলেছে যশোরের স্থানীয় পর্যায়ের প্রায় ৮০ জন খেলোয়াড়। ফেডারেশন এদের মধ্যে থেকে সম্ভাবনাময় খেলোয়াড় পেতে পারে।’
আশি-নব্বইয়ের দশকে বেশ জনপ্রিয় খেলা ছিল হকি। সংগঠকদের অদূরদির্শতা ও অন্তর্দ্বন্দ্বে সম্ভাবনাময় খেলায় বাংলাদেশ আন্তর্জাতিক প্রতিযোগিতার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। নিয়মিত হকি লিগই যেখানে অনিয়মিত সেখানে ফেডারেশনের কাছে হকি ফাইফ আয়োজনের প্রত্যাশাও বাতুলতা।
এজেড/এএইচএস