ডিপিএলে প্রথম দিকে অনিশ্চিত জিসান আলম

আসন্ন ২০২৪-২৫ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হতে যাচ্ছে আগামী ৩ মার্চ থেকে। তার দিন কয়েক আগে থেকেই অনুশীলন শুরু করেছে কয়েকটি দল। এরই মধ্যে অনুশীলন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেড।
আসন্ন আসরে আবাহনীর হয়ে নতুন করে নাম লিখিয়েছেন জিসান আলম। তবে শুরু থেকেই তরুণ এই ওপেনারকে পাচ্ছে না দলটি। পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন জিসান। যে কারণে ২১ দিনের পর্যবেক্ষণে ছিলেন তিনি। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পায়ে ব্যথা রয়েছে জিসানের। যে কারণে শুরুর কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না এই ওপেনার।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর প্রধান কোচ হান্নান সরকার। জানিয়েছেন, শুরুর ২ থেকে ৩টি ম্যাচে দেখা যাবে না জিসানকে। এদিকে গতকালের পর আজও মিরপুরে অনুশীলন করেছে আবাহনী।
গেল বারের দল থেকে এবার খেলছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাহিদ রানারা। এদিকে মোহাম্মদ মিঠুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, মেহেরব হোসাইন অহিন, রিপন মন্ডল, আনামুল হককে দলে ভিড়িয়েছিল তারা। রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক।
এসএইচ/এফআই