‘নতুন’ বাংলাদেশের একাদশ ফেসবুকে প্রকাশ বাফুফের

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দল আজই প্রথম ম্যাচ খেলছে। এই ম্যাচে নেই সাফ স্কোয়াডে থাকা সিনিয়র ফুটবলারসহ ১৬ জন। বৃটিশ কোচ পিটার বাটলার একেবারে নতুন ফুটবলার নিয়েই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে গেছেন।
নারী ফুটবলের নতুন যাত্রার প্রথম ম্যাচের একাদশ নিয়ে ফুটবলাঙ্গনে আগ্রহ ছিল। বাফুফে সাধারণত খেলা শুরুর ঘন্টা খানেক আগে গণমাধ্যমে একাদশ সরবারহ করে। সেটা হোম-অ্যাওয়ে সকল ম্যাচের ক্ষেত্রেই। আজ গণমাধ্যমের কাছে একাদশ না পাঠিয়ে প্রথমে বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। বিগত সময়ে এ রকম রীতি দেখা যায়নি।
আরও পড়ুন
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিন দলের অন্যতম কারিগর ছিলেন গোলরক্ষক ইয়ারজান। সিনিয়র দলের গোলরক্ষক রুপ্না চাকমা কোচ বাটলারকে বর্জন করে চলছেন। তাই ইয়ারজানের ওপরই আস্থা রাখছেন বৃটিশ কোচ।
আরব আমিরাতের বিপক্ষে অধিনায়কের আর্মব্যান্ড পাওয়া ডিফেন্ডার আফিদা খন্দকার অবশ্য সিনিয়র সাফে নিয়মিতই খেলেছেন। সাফ চ্যাম্পিয়ন স্কোয়াডে ছিলেন কোহাতি কিসকু, মুনকি, স্বপ্না ও রিপা। আইরিন, প্রীতি, তনিমা ও সুলতানা আজই প্রথম বাংলাদেশের জার্সি গায়ে খেলতে নামছেন।
বাংলাদেশ একাদশ-
ইয়ারজান (গোলরক্ষক), আফিদা খন্দকার, কোহাতি কিসকু, সুরমা জান্নাত, আইরিন, স্বপ্না, প্রীতি, তনিমা, সুলতানা, শাহেদা রিপা ও মুনকি।
এজেড/এইচজেএস