বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টস বিলম্ব, খেলা হওয়ার সম্ভাবনা কম

আশঙ্কাই সত্যি হলো। রাওয়ালপিন্ডিতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঢেকে রাখা হয়েছে উইকেট। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় বাংলাদেশ বনাম স্বাগতিক পাকিস্তানের মধ্যকার ম্যাচের টস হওয়ার কথা থাকলেও পিছিয়ে গেছে।
স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসেও তেমন স্বস্তি নেই। সারা দিনই থেমে থেমে বৃষ্টি ঝরতে পারে। এদিকে, রাওয়ালপিন্ডির ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় বৃষ্টি থামলেও দ্রুত বল মাঠে গড়ানো নিয়েও শঙ্কা আছে।
Toss is officially delayed in Rawalpindi with an inspection scheduled at 2pm PST Fingers crossed for a game today For live updates: https://bit.ly/CT25-M9 | #PAKvBAN #ChampionsTrophy2025
Posted by ESPNcricinfo on Thursday, February 27, 2025
আজ (বৃহস্পতিবার) চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। তবে প্রকৃতির হাতেই এখন অনেকটা নির্ভর করছে ম্যাচের ভাগ্য।
এর আগে একই ভেন্যুতে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তানের বিদায় এরই মধ্যে নিশ্চিত হয়ে যাওয়ায় শেষটা অন্তত জয়ে রাঙাতে চাইবে দুই দলই। তবে শেষ পর্যন্ত বল মাঠে না গড়ালে পয়েন্ট ভাগাভাগি করবে দুই দল।
এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জিতেছে এবং ৩৪টিতে হেরেছে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের একমাত্র জয় ১৯৯৯ বিশ্বকাপে। পাকিস্তানের মাঠে বাংলাদেশ আগে কখনোই জয় পায়নি। ১২ ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই দুই দল প্রথমবার একে অন্যের দেখা হচ্ছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।
এফআই