হ্যাটট্রিকসহ একাই ১০ উইকেট নিলেন ৬৫ বছর বয়সী স্পিনার

সাধারণত বয়স চল্লিশের ঘরে যাওয়ার আগেই অবসরে চলে যান ক্রিকেটাররা। পেশাদার ক্রিকেটে এমনটাই বেশি দেখা যায়। তবে কিছু ব্যতিক্রম ঘটনাও আছে। এই যেমন অস্ট্রেলিয়ার ব্র্যাডলি ও’ডেল। এই অজি ৬৫ বছর বয়সেও দাপটের সঙ্গে ক্রিকেট খেলছেন।
নিউ সাউথ ওয়েলসের চতুর্থ স্তরের এক ম্যাচে নিউক্যাসল সিটি ক্রিকেটের হয়ে খেলে বিরল এক কীর্তি গড়েছেন ও’ডেল। ৬৫ বছর বয়সী এই অজি স্পিনার ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন।
আরও পড়ুন
গত শনিবার ওয়েলসেন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের বিপক্ষে নিউক্যাসল সিটি ক্রিকেটের হয়ে এমন পারফর্ম করেছেন ও’ডেল। সবমিলিয়ে ১৩.৪ ওভারে ২০ রানের বিনিময়ে ১০ উইকেট শিকার করেছেন ৬৫ বছর বয়সী এই স্পিনার।
এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার দিনে আরো একটি কীর্তি গড়েছেন ও’ডেল। একই ইনিংসে হ্যাটট্রিক উইকেট শিকারের রেকর্ডও করেছেন এই অভিজ্ঞ স্পিনার। ও’ডেলের স্পিন ঘূর্ণিতে নিউক্যাসল একশ রানও করতে পারেনি। তারা অলআউট হয়ে যায় মাত্র ৯২ রানে।
এমন পারফরম্যান্সের পর তিনি বলেছেন, ‘এমন কিছু আমি আগে করিনি। নিজের এই অর্জন নিয়ে আমি দারুণ আনন্দিত। সবাই আমাকে জড়িয়ে ধরে উদ্যাপন করছিল। তারা সবাই আমাকে ঘিরে ধরেছিল। ব্যাপারটা দারুণ ছিল।’
৬৫ বছর বয়সী এই স্পিনারের এমন কীর্তিতে স্থানীয় একজন এক অস্টেলিয়ান সংবাদমাধ্যমকে বলেছেন, 'এই মাঠে এমন কিছু এর আগে দেখা যায়নি। সবাই জানত এটা অনেক বড় একটি মুহূর্ত। এমনকি প্রতিপক্ষ দলও ও’ডেলের এমন কাণ্ডে হতবাক।’
এইচজেএস