বাংলাদেশকে নিয়ে যা বললেন পাকিস্তানের নতুন অধিনায়ক

গত ২৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারার আক্ষেপ রয়ে গেছে পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগার। সেই আক্ষেপ মেটানোর অবশ্য সুযোগ আছে তাদের সামনে। মাস দুয়েক পরই পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।
এ প্রসঙ্গে সালমান বলেন, 'দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে পিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারিনি। আমরা অপেক্ষায় আছি, বাংলাদেশ এখানে আসলে অনেক আতিথেয়তা পাবে। ওরা অনেক ভালো একটা দলও, সবসময় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।'
চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হয়েছে। বাকি দুটি ম্যাচেই হেরেছে স্বাগতিকরা। যেখানে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই ব্যর্থ ছিল তারা। তবে ব্যর্থতার সেই বৃত্ত ভেঙে শীঘ্রই ঘুরে দাঁড়াবে পাকিস্তান এমনটাই প্রত্যাশা সালমানের।
তিনি বলেন, 'সামনে এশিয়া কাপ আছে, তারপর বিশ্বকাপ। বিশ্বকাপে ভালো করাই সবসময় লক্ষ্য থাকে। আমরাও তার জন্য পরিকল্পনা করছি, যতো সিরিজ আছে সেসবেও ভালো করার চেষ্টা করবো।'
'খুবই হতাশাজনক। কিন্তু জীবন তো থেমে থাকবে না। জীবন সামনে চলতে থাকবে, তাই সামনে কি হবে তার দিকেই নজর দিচ্ছি আমি। যারা যারা সেমিফাইনালে গেছে তাদের আমার শুভকামনা। আশা করি ওরা ভালো ম্যাচ খেলবে।'-যোগ করেন তিনি।
এসএইচ/এইচজেএস