মেসিকে ছাড়াই ব্রাজিল ম্যাচের দল ঘোষণা করল আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ে চলতি মাসেই ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আসন্ন এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ২৬ সদস্যের এই দলে নেই লিওনেল মেসি।
মেসি ছাড়াও প্রাথমিক দলে থাকা আরো ৬ ফুটবলার মূল স্কোয়াডে নেই। এই তালিকায় আছেন গনসালো মন্তিয়েল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো, লিওনেল মেসি, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা।
আরও পড়ুন
আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে। পরের ম্যাচে ২৬ মার্চ তাদের প্রতিপক্ষ ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে এই ম্যাচটি।
This is the final squad list called up by Lionel Scaloni for the upcoming matches against Uruguay and Brazil in the 2026 World Cup Qualifiers!
Posted by Selección Argentina in English on Monday, March 17, 2025
আর্জেন্টিনা স্কোয়াড-
এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, , নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো।
এইচজেএস