পরিবারের সঙ্গে ছুটির আমেজে তাসকিন

করোনার ধাক্কা সামলে কিছুদিন আগেই দেশের মাটিতে ফিরেছে ক্রিকেট। ঘরোয়া দুই টুর্নামেন্টে শেষে কয়েক দিন পরই শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। সামনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ।

এই সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে এখনো বেশ ছুটির আমেজেই আছেন জাতীয় দলের এই তারকা পেসার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মঙ্গলবার বেশ কিছু ছবি আপলোড করেছেন তিনি। যেখানে দেখা যায় পরিবারের সঙ্গে এখনো ছুটির আমেজেই আছেন তিনি।

ফেসবুকে নিজের পেজে পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘পরিবারের সঙ্গে দারুণ সময়, আলহামদুলিল্লাহ।’ দেশের কোন এক রিসোর্টে বাবা, মা আর স্ত্রী-সন্তান নিয়ে ছুটির সময়টা যে ভাল কেটেছে তা ছবিই বলে দিচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে ৮ জানুয়ারি। এরপর তারা নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন আগামী ১৪ ও ১৬ জানুয়ারি।
১৭ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ২০ জানুয়ারি।
এমএইচ/এটি