মাঠে গড়ালো না দুই ম্যাচ, রোমাঞ্চকর ম্যাচে জিতল পারটেক্স

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সপ্তম রাউন্ডের শেষ দিনে আজ (শনিবার) ছিল তিনটি ম্যাচ। তবে বৃষ্টির কারণে বিকেএসপির দুটি ম্যাচ ভেসে গিয়েছে। যেখানে ৩ নম্বর মাঠে খেলার কথা ছিল রূপগঞ্জ টাইগার্স এবং ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে ৪ নম্বর মাঠে খেলার কথা ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ এবং গুলশান ক্রিকেট ক্লাব।
তবে সৌম্য সরকারের বিপক্ষে লিটস দাসদের ম্যাচটি চলে গিয়েছে বৃষ্টির পেটে। এমনকি দুই দলের টস পর্বও হয়নি। ক্রিকেটাররা মাঠে এসে পরবর্তীতে ফিরেছেন না খেলেই। তবে মিরপুর শের-ই বাংলার মাঠে ঠিকই গড়িয়েছে খেলা। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এদিন ১ উইকেটে হেরেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
দিনের শুরুতে আগে ব্যাট করতে নামে ইমরুল কায়েসের দল। তবে অগ্রণী ব্যাংক বড় সংগ্রহ করতে ব্যর্থ হয়। নির্ধারিত ৫০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২১৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন মার্শাল আয়ুব। এছাড়া ৩১ রান করেন সাদমান ইসলাম, শুভাগত হোম করেন ২৭ রান। পারটেক্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাইম ইসলাম জুনিয়র।
মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বসে পারটেক্স। ব্যাট হাতে এদিনও ব্যর্থ সাব্বির রহমান, ফিরে যান ১৪ রান করে। পরে সাময়িক বিপদ সামলে নেন আদিল এবং তানভীর। পরবর্তীতে দলকে পথ দেখাতে থাকেন রাকিব এবং রোয়েন। তবে ৫ উইকেটের দ্রুত কয়েকটি উইকেট পড়ে যায় পারটেক্সের।
যে কারণে শেষ ওভারে জয়ের জন্য দাঁড়ায় ১০ রান। রাকিবের দুই চারে শেষ বলে জয় তুলে নেয় পারটেক্স। ৮০ রানে অপরাজিত থাকেন রাকিব। অগ্রণীর হয়ে ২টি করে উইকেট সংগ্রহ করেন আরিফ আহমেদ, নাইম হাসান।
এসএইচ/জেএ