৫ জুন পর্যন্ত মিরপুরে একদিনে ডিপিএলের তিন ম্যাচ

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে জট যেন খুলছেই না। গত বছর স্থগিত হওয়া এই টুর্নামেন্ট শুরু হয়েছিল সোমবার। এরপর হানা দেয় বৃষ্টি। স্থগিত করা হয় মঙ্গলবারের খেলা। এবার এলো নতুন খবর। এতদিন বিকেএসপির দুই ভেন্যু ও মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হলেও আপাতত বিকেএসপিতে খেলা হচ্ছে না।
চলতি ডিপিএলে ৫ জুন পর্যন্ত মিরপুরে তিনটি করে ম্যাচ হবে । সকাল ৯টায়, দুপুর দেড়টায় ও সন্ধ্যা ৬টায় হবে ম্যাচগুলো। মূলত বৃষ্টির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম।
সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন ঢাকা পোস্টকে জানান, ‘এখন তো বৃষ্টির সময় বিকেসপিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ৫ জুন পর্যন্ত যে সূচি আছে সেখানে ভেন্যু তালিকায় বিকেএসপি থাকছে না। মিরপুরে প্রতিদিন ৩টি করে ম্যাচ আয়োজিত হবে। আগামীকাল থেকে শুরু হবে। প্রথম ম্যাচ সকাল ৯টায়, দ্বিতীয় ম্যাচ বেলা দেড়টায় যেমন ছিল। সঙ্গে যোগ হচ্ছে সন্ধ্যা ৬টায় একটা ম্যাচ।’
সঙ্গে যোগ করেন তিনি, ‘আমাদের আগের শিডিউলে প্রতিদিন ৬টি করে ম্যাচ ছিল। সে জায়গায় ৫ জুন পর্যন্ত প্রতিদিন ৩টি করে ম্যাচ হবে। কোনো বিশ্রাম ডে নেই। মানে দুই দিনে আমরা একটি করে রাউন্ড শেষ করব। বাকি সিদ্ধান্ত এরপর হবে।’
আজ (মঙ্গলবার) ডিপিএলের ৬টি ম্যাচের সূচি ছিল। তবে সকাল থেকে ভারি বৃষ্টির কারণে সবগুলো খেলা স্থগিত করা হয়। সিসিডিএম থেকে জানানো হয়, বডিলি শিফট হবে টুর্নামেন্টের বাকি সূচি। অর্থাৎ প্রতি রাউন্ডের খেলা পিছিয়ে যাবে। আগামী ৩ মে তৃতীয় রাউন্ডের সূচি থাকলেও সেদিন হবে স্থগিত হওয়া দ্বিতীয় রাউন্ডের খেলা। তৃতীয় রাউন্ড পিছিয়ে মাঠে গড়াবে চতুর্থ রাউন্ডের সূচিতে।
তবে নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সিসিডিএম। টুর্নামেন্টে ভেন্যু বিকেএসপির দুই মাঠে দুটি করে চারটি ম্যাচের সূচি ছিল। সেখানে ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় পানি জমে থাকে। এজন্য বৃষ্টি থাকলে ম্যাচ আয়োজন কষ্টকর হয়ে যায়। ফলে আপাতত আগামী ৫ জুনের সূচি পর্যন্ত ভেন্যু তালিকা থেকে বিকেএসপির নাম প্রত্যাহার করেছে সিসিডিএম। এর পরিবর্তে প্রতিদিন ৩টি করে ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে।
আগের সূচিতে দুই রাউন্ড পর বিশ্রামের জন্য দিন থাকলেও নতুন সূচিতে কোনো বিশ্রামের দিন রাখেনি সিসিডিএম। সে হিসেবে আগামীকাল (বুধবার) কোনো ম্যাচ না থাকলেও মাঠে গড়াবে ৩টি ম্যাচ। লড়বে ৬টি দল।
টিআইএস/এমএইচ