কোপার আয়োজক হতে না পেরে হতাশ আর্জেন্টাইন ফুটবলাররা

২৪ ঘণ্টার ব্যবধানে আর্জেন্টিনা থেকে কোপা আমেরিকার এবারের আসর সরিয়ে নেওয়া হয়েছে ব্রাজিলে। আর্জেন্টিনার করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই দেশটি থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেয় দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। তবে সংস্থাটির এমন সিদ্ধান্তে খুশি নন আর্জেন্টাইন ফুটবলাররা।
নতুন আয়োজক দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার করোনা পরিস্থিতি প্রায় একই রকম। তাই কনমেবলের এমন সিদ্ধান্তে হতাশ তারা। কোপা আমেরিকার ৪৭ তম আসরে যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে প্রথমবার যৌথভাবে আসরটি আয়োজনের অপেক্ষায় ছিলেন সবাই।
কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে স্বাগতিকের তালিকা থেকে প্রথমে বাদ দেওয়া হয় কলম্বিয়াকে। পরে করোনার কারণে আর্জেন্টিনা থেকেও সরিয়ে দেওয়া হয় কোপা আমেরিকা। মেসিদের দেশ থেকে সরিয়ে দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে নতুন আয়োজক দেশ হিসেবে সোমবার ব্রাজিলের নাম ঘোষণা করে কনমেবল। এ নিয়ে হতাশ আর্জেন্টিনার ফুটবলাররা।
সদ্য বার্সেলোনায় নাম লেখানো আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরা ব্রাজিলের সীমান্ত বন্ধ থাকার কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘যা শুনেছি, ব্রাজিল তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। মতামত দেওয়া কঠিন। খেলোয়াড় হিসেবে আমরা খেলতে চাই। বিষয়টি হলো খেলার জন্য ভালো (করোনা ইস্যুতে) জায়গা খুঁজে বের করা।’
যদিও খেলার জন্য মুখিয়ে আছেন এই স্ট্রাইকার, ‘আমাদের খেলতে হবে, সময় নেই... আমরা গত আসর হারিয়ে ফেলেছি। এবার অন্তত এক বছর সময় পাওয়া গিয়েছিল উপযুক্ত জায়গা খুঁজে বের করার জন্য। যেখানে ইতোমধ্যে আসরটি শেষ করা যেত কিংবা করা যাবে। প্রতি মাস, দুই মাসেই সবকিছু পরিবর্তন হচ্ছে।’
আর্জেন্টিনায় বর্তমান কোভিড পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও দেশটির বেশির ভাগ খেলোয়াড় কোপা আমেরিকা আয়োজন করতে না পারার কারণে ক্ষোভ প্রকাশ করছেন। এমনটি জানিয়েছে জনপ্রিয় ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের প্রতিবেদনে। এর আগে গত সপ্তাহে কোভিডের দ্বিতীয় ঢেউ বাজে আকার ধারণ করলে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) সভাপতি আলবার্তো ফার্নান্দেজ দেশটির সব ধরণের ফুটবল কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেন।
চলতি মাসের ১৩ তারিখ শুরু হবে এবারের কোপা আমেরিকা, পর্দা নামবে ১০ জুলাই।
এমএইচ