ডিপিএলে অনুশীলন বয়কটের গুঞ্জন, যা জানা গেল

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারের আসরে খুব একটা সুবিধা করতে পারছে না পারটেক্স স্পোর্টিং ক্লাব। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মোটে ২টিতে জয় তুলে নিয়েছে তারা। এবার পারটেক্সকে নিয়ে গুঞ্জন আজ বুধবার তাদের অনুশীলন বয়কট করেছে।
দলে থাকা এক ক্রিকেটার ঢাকা পোস্টকে জানিয়েছেন এমন তথ্য। খোঁজ নিয়ে জানা যায়, দলে একটি সমস্যা হয়েছে। তবে সিনিয়র ক্রিকেটাররা সেটি সমাধানের প্রক্রিয়ায় রয়েছেন।
অবশ্য পারটেক্স দলের কর্মকর্তা সাজ্জাদ জানিয়েছেন, আজ মিরপুরে মাঠের অনুশীলন করেনি পারটেক্স। কেবল জিম সেশন শেষ করেছে তারা।
ঢাকা পোস্টকে তিনি বলছিলেন, 'অনুশীলন বর্জন কিছু হয়নি এমন। গরমের কারণে অনুশীলন করেনি, জিম করেছে। কাল তারা মাঠে নামবে কোনো সমস্যা নেই। টাকা পয়সার যে বিষয়টি আমরা তো ভালো করতে পারেনি। তাদের ৬০% পেমেন্ট পরিশোধ করা হয়েছে। বাকিটাও দ্রুত করা হবে। এটা নিয়ে তারা হয়তো ভাবছে, তবে এটা ক্লিয়ার হয়ে যাবে।'
এর আগে এবারের বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বর্জন করেছিল দুর্বার রাজশাহী। তাদের পারিশ্রমিক ইস্যু নিয়ে কম নাটকীয়তা হয়নি। টুর্নামেন্টের নিয়ম ভেঙ্গে কেবল দেশী ক্রিকেটারদের নিয়ে ম্যাচ খেলার নজিরও ছিল। আবার বিদেশী ক্রিকেটারদের দেশত্যাগ, ফ্র্যাঞ্চাইজি মালিকের পুলিশি হেফাজতে যাওয়াসহ বিভিন্ন ইস্যুতে ছিল নানাবিধ আলোচনা-সমালোচনা।
বিপিএলের পর এবার ডিপিএলেও হলো এমন অনুশীলন বয়কট সংক্রান্ত জটিলতার গুঞ্জন।
এসএইচ/জেএ