এইভাবে যদি চলতে থাকে, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে যাবে...

বাংলাদেশের ক্রিকেট যেন দিন দিন ডুবছে। এর নেপথ্যে বড় করে দেখা হচ্ছে আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট না হওয়া এবং ক্রিকেটার তুলে আনতে না পারার ব্যর্থতাকে।
একটা সময় খুলনা বিভাগ থেকেই অনেক খেলোয়াড় পেত বাংলাদেশ। কিন্তু সিন্ডিকেটের দৌরাত্মে অনেক দিন ক্রিকেটে সচল নেই বিভাগটি। স্তিমিত হয়ে পড়েছে সেখানকার ক্রিকেট। জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহানও এবার আক্ষেপ জানালেন।
একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অসংখ্য বড় তারকা ক্রিকেটার খুলনা বিভাগ থেকেই উঠে আসতো। কিন্তু কিছু সুবিধাভোগী...
Posted by Nurul Hasan Sohan on Sunday, April 20, 2025
নিজের ফেসবুক পেজে এক পোস্টে সোহান বলেন, ‘একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অসংখ্য বড় তারকা ক্রিকেটার খুলনা বিভাগ থেকেই উঠে আসতো। কিন্তু কিছু সুবিধাভোগী ক্রিকেট সংগঠকদের ব্যবসায়ীক স্বার্থে ক্রমশই ক্রিকেটে পিছিয়ে পড়ছে খুলনার লোকাল ক্রিকেটাররা।’
আরও জানালেন, ‘প্রায় ৮-১০ বছর ধরেই খুলনা কোনো লীগ হচ্ছে না যার ফলে বঞ্চিত হচ্ছে খুলনা বিভাগের লোকাল ক্রিকেটাররা। বিভিন্ন সময়ে অনেকে উদ্যোগ নেয়ার পরও কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে খুলনার ক্রিকেট নিয়ে কাজ করতে গিয়েও ব্যর্থ হয়েছে। এইসব ব্যক্তির কারণে খুলনায় ঘরোয়া টুর্নামেন্টও আয়োজন সম্ভব হয়নি বিগত বছরগুলোতে। যার ফলে খুলনার অসংখ্য প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে এবং এর দায়ভার তারা কোনোভাবেই এড়াতে পারে না।’

এভাবে চলতে থাকলে আদতে দেশের ক্রিকেটই ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা করেছেন উইকেটকিপার এই ব্যাটার। তিনি বলেন, ‘স্বার্থান্বেষী এইসব সংগঠকদের কারণে ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট তরুণরা। এইভাবে যদি চলতে থাকে তাহলে শুধু খুলনার ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে যাবে।’
এফআই