উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, কত টার্গেট দিতে পারবে?

সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বৃষ্টিতে ভেসে গেছে। খেলা যতক্ষণে শুরু হয়েছে, তিন ঘণ্টার মতো সময় পার হয়ে গেছে। বৃষ্টি বাধার পর ব্যাট করতে নেমে বাংলাদেশও খুব একটা স্বস্তিতে নেই।
আগের দিন এক উইকেট হারানো স্বাগতিক দল আজ এরই মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে ফেলেছে। মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। দ্রুত ফিরে গেছেন মুশফিকুর রহিমও।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দিনের শেষ সেশনে ব্যাট করছে বাংলাদেশ। তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৬১ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ৮৩ রান। ৭৪ বলে ৪৬ রানে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্য প্রান্তে ৭ বলে ৮ রানে টিকে আছেন জাকের আলী। এ দুজনের ওপরই কার্যত নির্ভর করছে কত রানের পুঁজি দাঁড় করাতে পারে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছিল ১ উইকেটে ৫৭ রান নিয়ে। তৃতীয় দিনে বৃষ্টি থামার পর ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। জিম্বাবুয়ের পেস আক্রমণের মুখে শুরুটা খারাপ করেননি। দুজনের জুটির রান পঞ্চাশ ছাড়ায়।
তবে মুজারাবানির শর্ট বলের ফাঁদে পড়ে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন জয়। ৬৫ বলে ৩৩ রানে টাইগার এই ওপেনার ফিরলে ভাঙে ৯৭ বলে ৬০ রানের জুটি। চারে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আগের ইনিংসে অর্ধশতরান করা মুমিনুল।
ক্রিজে নামার পর দ্রুত রান তুলছিলেন শান্ত। অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মুমিনুল। দুই বাঁহাতি ব্যাটারের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয় ৬৫ রান। ৩৪তম ওভারে ভিক্টর নিয়াউচির শেষ বলে উইকেটকিপার মায়াভোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮৪ বলে ৪৭ রান।
চা-বিরতির আগমুহূর্তে বাংলাদেশের বিপদ বাড়ালেন মুশফিকুর রহিম। মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন মুশফিক। এবারও সেই ক্রেইগ আরভিনের বিশ্বস্ত হাত ক্যাচ লুফে নিতে ভুল করলো না। তার ব্যাট থেকে এসেছে ২০ বলে ৪ রান। মুশফিকের বিদায়ে বাংলাদেশের বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এর আগে সিলেট টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। মুমিনুল হকের ৫৬ এবং নাজমুল শান্তর ৪০ রান ছাড়া সেদিন ছিল না বড় কোনো স্কোর। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে জিম্বাবুয়ে।
এফআই