সৌম্য ১৫৩ নটআউট

সৌম্য সরকার নামটার সঙ্গে একরাশ আফসোস আর হতাশা যোগ করতেই পারেন। জাতীয় দলের হয়ে এক যুগ ধরে ক্রিকেট খেলে এখনো নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি তিনি। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। তবে দলটির হয়ে আশানুরূপ পারফর্ম করতে পারছিলেন না।
আজ বুধবার ডিপিএলের সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকের হয়ে লড়ছে রূপগঞ্জ। যে ম্যাচে নিজের চেনা রূপে ফিরেছেন সৌম্য। এদিন অগ্রণী ব্যাংকের বিপক্ষে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ব্যাট হাতে শুরু থেকেই এদিন সৌম্যকে দেখা যায় বেশ সাবলীল। নিজের চেনা শর্টের সঙ্গে দারুণ সব বাউন্ডারিতে তুলে নেন শতক।

বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারদের শতকের পর রানকে আরো বড় করার ক্ষুধাটা ঠিক দেখা যায় না। সেঞ্চুরির পরই ক্রিকেটারদের দেখা যায় ক্লান্ত-শ্রান্ত শরীর। তবে সৌম্য এদিন ছিল অন্যরকম, সেঞ্চুরির পর ইনিংসকে বাড়িয়ে নেন আরো সামনের দিকে। শেষ পর্যন্ত ১১২ বলে ১৫৩ রান করে অপরাজিত থাকেন এই ক্রিকেটার।
১৫৩ রানের ইনিংস খেলায় সৌম্য এদিন ব্যাট করেছেন ১৬১ মিনিট। ১৭ চার আর ৬ ছক্কায় ১৩৬+ স্ট্রাইকরেটে রান তুলেছেন তিনি। যদিও আজকের ম্যাচের আগে রূপগঞ্জের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন সৌম্য। সেই ৯ ম্যাচে ২৪৪ রান সংগ্রহ করেছেন সৌম্য। বল হাতেও এবারের টুর্নামেন্টে খুব একটা সফলতা পেতে দেখা যাচ্ছে না সৌম্যকে।
এসএইচ/এফআই