ব্যাংকক নয়, আলিসের অস্ত্রোপচার ভারতে করাতে চায় বিসিবি

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন আলিস আল ইসলাম। পরে জানা গিয়েছিল, হাঁটুর সেই চোটের জন্য অস্ত্রোপচার করাতে হবে এই স্পিনারকে। এরপর প্রায় মাস দেড়েক পেরিয়ে গেলেও অস্ত্রোপচার হয়নি আলিসের।
প্রথমে জানা যায় আলিসের অস্ত্রোপচার হবে ব্যাংককের ফিফা স্পোর্টস মেডিসিন সেন্টারে। অস্ত্রোপচারের পর কমপক্ষে ৮ থেকে ১০ মাস মাঠের বাইরে থাকতে হবে আলিসকে! এমনকি সেটা বছর খানেকও লেগে যেতে পারে। তবে এবার জানা গেল ব্যাংকক ছাড়াও ভারতে অপারেশনের জন্য যোগাযোগ করছে বিসিবি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ঢাকা পোস্টকে আজ বৃহস্পতিবার বলেন, 'ভারতের নাম করা একজন ডাক্তার আছে। সেখানে চেষ্টা করা হচ্ছে, তবে দুইটা অপশনই আমরা দেখছি ভারত এবং থাইল্যান্ড। ভারতের যিনি আছেন উনি অনেক নামকরা, উনার সিরিয়াল পাওয়া যায় কিনা সেটা চেষ্টা করছি। যদিও এখন ভারতের একটা ভিসার ব্যাপার আছে। থাইল্যান্ডেরটা হয়ে গেছে ভিসা, ভারতেরটা আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি করার জন্য।'
দেবাশীষ জানালেন ভারতের সেই সার্জনের কাছে আগেও খেলোয়াড়দের পাঠানো হয়েছে। এ নিয়ে বললেন, 'ওনার কাছে আগেও খেলোয়াড় পাঠিয়েছি, তবে ওনার সিরিয়াল পাওয়াটা খুব কঠিন। আমরা চেষ্টা করছি সেটা করার, তবে যদি ভারতে দেরি হয় তাহলে অন্যভাবে চিন্তা করব আমরা। যদি তাড়াতাড়ি হয় তাহলে ভারতেই হয়তো অপারেশনটা হবে।'
এসএইচ/এফআই