‘হার্টের সুরক্ষায়’ সৌরভের সেই তেলের বিজ্ঞাপন বন্ধ হলো

ভারতে টিভি খুললেই একটি তেলের বিজ্ঞাপনে হাসিমুখে দেখা যেত সৌরভ গাঙ্গুলিকে। ‘এই তেল আপনার হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়’- এটাই ছিল ওই পণ্যের ট্যাগলাইন। মুদ্রিত বিজ্ঞাপনে লেখা থাকত, ‘দাদা আপনাদের ৪০-এ স্বাগত জানাচ্ছে’।
কিন্তু সম্প্রতি সৌরভ হৃদরোগে আক্রান্ত হওয়ায় বিজ্ঞাপনটি নিয়ে শুরু হয় ট্রল। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ এবং ক্রমাগত ট্রোলিংয়ের কারণে টিভি ও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে তেল কোম্পানি।
নেটিজেনদের দাবি, ‘হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়’ বলে তেলের বিজ্ঞাপনে মডেল হওয়া সৌরভই এখন হৃদরোগে আক্রান্ত। অথচ তারা বয়স মাত্র ৪৮ বছর। তাই মিথ্যা প্রতিশ্রুতি দেয়া বিজ্ঞাপনটি অবিলম্বে বন্ধ করা হোক।
কেউ কেউ তো ক্রেতা সুরক্ষা দফতরে নালিশের দাবিও তুলেছেন। তারা বলছেন, হৃদযন্ত্র সুরক্ষিত রাখার যে প্রতিশ্রুতি বিজ্ঞাপনের মাধ্যমে ওই ব্র্যান্ড দিচ্ছিল, তা যে কতটা ‘ফাঁপা’ সেটা এখন পরিষ্কার।
তেল কোম্পানিটি ভোক্তাদের তুমুল সমালোচনার মুখে আপাতত সব মাধ্যমে সৌরভের বিজ্ঞাপনটি প্রচার বন্ধ রাখছে। শিগগিরই নতুন বিজ্ঞাপন বানিয়ে প্রচার করবে বলে জানা গেছে।
তবে সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ থেকে সরাচ্ছে না তারা। সংস্থার এক মুখপাত্র ভারটিয় গণমাধ্যমকে বলেছেন, “সৌরভের সঙ্গে আমরা যুক্ত থাকতে চাই এবং তিনিই ভবিষ্যতে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকবেন। আমরা সাময়িকভাবে টিভির বাণিজ্যিক বিজ্ঞাপন বন্ধ রেখেছি। সৌরভ সুস্থ হয়ে এলে ওঁর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।”
তেল কোম্পানিটি আরও জানিয়েছে, ‘‘ওই তেল কোনও ওষুধ নয়। এটি রান্নার তেল। হৃদরোগ অনেক কারণে হতে পারে।”
এদিকে সৌরভ গাঙ্গুলিকে পর্যবেক্ষণ করে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি জানিয়েছেন, চিন্তা নেই। সেরা চিকিৎসাটাই পেয়েছেন তিনি। আর তাই বুধবার হাসপাতাল থেকে বাড়ি যেতে কোনো সমস্যা নেই তার। তবে সেটা সাময়িকভাবে। চিকিৎসার দ্বিতীয় পর্বের জন্যে কয়েক দিনের মধ্যেই আবারও হাসপাতালে ফিরতে হবে তাকে।
ডান দিকের ধমনীতে ইতোমধ্যেই একটি স্টেন্ট বসে গেছে সৌরভের। বাঁ পাশের ধমনীতে থাকা দুটো ব্লকেজের চিকিৎসার জন্যে বসবে আরও দুটো স্টেন্ট। তবে সেখানে বাইপাস নয়, অ্যাঞ্জিওপ্লাস্টিই করাতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিশ্ব ক্রিকেটের এই উজ্জ্বল তারকা ক্রিকেট মাঠকে বিদায় বলেছেন আরও এক যুগ আগে। তবু ‘কলকাতার রাজপুত্র’ সৌরভ গাঙ্গুলির জনপ্রিয়তা একটুও কমেনি শহরটিতে। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর দর্শনার্থীদের ঢল নেমেছে আলিপুর হাসপাতালে। ভক্তদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে আলিপুর হাসপাতাল কর্তৃপক্ষ।
এইচকে