ব্রাজিল-রিয়াল নাটকীয়তার মাঝেই আনচেলত্তিকে লোভনীয় প্রস্তাব সৌদির

ব্রাজিল নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছিল কার্লো আনচেলত্তিকে। রিয়াল মাদ্রিদের বর্তমান বেতনের সমান অর্থে ইতালিয়ান এই মাস্টারমাইন্ডও তাদের কোচ হতে সম্মতি দিয়েছিলেন। এমনকি তা হতো যেকোনো জাতীয় দলের কোচের সর্বোচ্চ বেতনের রেকর্ড। তবে নাটকীয়ভাবে ৪৮ ঘণ্টার ব্যবধানে নিজের মত বদলে ফেলেছেন রিয়াল কোচ আনচেলত্তি। এসবের মাঝেই তাকে আরও বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল।
যদিও টাকার অঙ্কটা একেক গণমাধ্যম একেকটা বলছে। সেটা যাইহোক সেই প্রস্তাবটা রীতিমতো অবিশ্বাস্য। যদিও সৌদি ক্লাবের আহবানে আনচেলত্তি সাড়া দেওয়ার সেরকম কোনো সম্ভাবনা এখনও তৈরি হয়নি। আপাতত তার রিয়ালের হয়েই ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত চলমান চুক্তি সম্পন্নের চাপ রয়েছে। গণমাধ্যমের তথ্যমতে– ব্রাজিলের প্রস্তাবে মৌখিক সম্মতি দেওয়ার কথা শুনে বেঁকে বসেছে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি নাকি ক্লাব বিশ্বকাপে লস ব্লাঙ্কোসদের কোচিং করানো ছাড়াও চলমান চুক্তি সম্পন্ন করার জন্য চাপ দিয়েছেন এই কোচকে।
ব্রাজিলের গণমাধ্যম ‘গ্লোবো’র তথ্যমতে– রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজের ইশারাতেই ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি। স্পেনের স্থানীয় সময় বুধবার বিকেলে লন্ডনে ব্রাজিলের প্রতিনিধিদের সঙ্গে আনচেলত্তির সাক্ষাৎ হয়। যাকে ইতিবাচক হিসেবে দেখছেন না রিয়াল সভাপতি। তখনই ২০২৬ পর্যন্ত চুক্তির কথা স্মরণ করিয়ে দেয়া হয় এই কোচকে। জানানো হয়, ক্লাব বিশ্বকাপেও রিয়ালের ডাগআউট সামাল দিতে হবে তাকেই। ক্লাব ছাড়লেও চুক্তি অনুযায়ী আনচেলত্তিকে আগামী বছরের জুন পর্যন্ত পুরো পারিশ্রমিক দেওয়ার কথা ছিল রিয়ালের। কিন্তু শেষ সময়ে এমন কিছুতে অস্বীকৃতি জানান পেরেজ। বলা হচ্ছে এখনই ক্লাব ছাড়লে তাকে ‘এক্সিট ফি’ দেওয়া হবে না।
এদিকে, ব্রাজিলিয়ান এই সংবাদমাধ্যম সৌদির লোভনীয় প্রস্তাবের কথা জানিয়েছে আরেক প্রতিবেদনে। তারা বলছে– ব্রাজিল আনচেলত্তিকে যে পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছিল, তার তিনগুণ অর্থ দিতে চায় সৌদি ক্লাব আল-হিলাল। তারা মৌসুমপ্রতি রিয়ালের বর্তমান কোচকে ৪০ মিলিয়ন ডলার বা প্রায় ৫০০ কোটি টাকা পারিশ্রমিক দেবে। অন্যদিকে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রস্তাব ছিল ১০ মিলিয়ন ইউরো (১১ মিলিয়ন ডলার)। সমপরিমাণ অর্থে বর্তমানে রিয়ালকে কোচিং করাচ্ছেন আনচেলত্তি। আর চুক্তি সম্পন্ন করলে তাকে সবমিলিয়ে ২৫ মিলিয়ন ইউরো দেওয়ার কথা রয়েছে।
আবার, সৌদি গণমাধ্যমের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো ডিপার্টিভো’ বলছে ভিন্ন অঙ্কের কথা। তাদের তথ্যমতে– আল-হিলাল মৌসুমপ্রতি রিয়াল কোচ আনচেলত্তিকে ৫০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর আগেও একবার তারা বিশ্ব ফুটবলের প্রেস্টিজিয়াস এই কোচের জন্য ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু তখনও তাতে সাড়া দেননি আনচেলত্তি। এবার সেই অঙ্কটা দ্বিগুণের বেশি বাড়িয়ে নতুন করে তারা এই কোচের দুয়ারে হাজির হয়েছে। সৌদি প্রো লিগের অন্যতম ধনী ও শক্তিশালী ক্লাব আল-হিলাল।
আরও পড়ুন
আনচেলত্তিকে প্রস্তাব দেওয়া সৌদি ক্লাবটির বর্তমান কোচ জর্জ জেসুস। তিনিও ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে আছেন। আনচেলত্তিকে না পেলে তাকে ‘প্ল্যান বি’ হিসেবে উল্লেখ করে আসছিল ব্রাজিলের গণমাধ্যমগুলো। তিনি নিজেও সেলেসাওদের দায়িত্ব নিতে প্রবল আগ্রহী। অন্যদিকে, আনচেলত্তি রিয়াল ছাড়লে সম্ভাব্য কোচের প্রতিযোগিতায় আছেন জাবি আলোনসো। বায়ার লেভারকুসেনের বর্তমান এই কোচকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনার আলোচনা বহু পুরোনো। যা এখন নতুন করে ফের সামনে এসেছে। আলোনসোর ঠিকানা বদল সাপেক্ষে রিয়াল কিংবা লেভারকুসেনের কোচ হওয়া নিয়ে গুঞ্জন রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়া কোচ এরিক টেন হাগের!
এএইচএস