সেঞ্চুরির ও ৫ উইকেট নিয়ে যাদের কৃতিত্ব দিলেন মিরাজ

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে ৫ উইকেট নিলেন মেহেদী হাসান মিরাজ। আজকের দিনটাই যেন মিরাজময়! তার এমন অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রামে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, 'আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে প্রথম ম্যাচ হারার পর যেভাবে কামব্যাক করেছি এটা খুবই দরকার ছিল। আমাদের সবাই ভেবেছিল, আমরা ভালো করব।'
'দুইটা মানুষকে ধন্যবাদ দিতে চাই। আমাদের যে কোচ আছেন বাবুল স্যার তাকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই, একইসাথে টিম ম্যানেজার যিনি আছেন নাফীস ইকবাল ভাই। তিনি আমাকে সবসময় বুস্ট আপ করেন। আজকে যখন ব্যাটিংয়ে যাচ্ছিলাম (তখনও বলেছেন) “মিরাজ তুই কিন্তু প্রপার ব্যাটার তোর কিন্তু ১০০ রান আছে।” সবসময় উনি আমাকে বুস্ট আপ করেন। মনের ভেতর থেকে ২ জন মানুষকে ধন্যবাদ দিতে চাই।'
বোলিং নিয়ে মিরাজ বলেন, 'বোলিং যেটা বললেন, বোলিং খুবই ভালো হয়েছে। বোলিং তো আমার (সাথে কাজ করেছেন) সোহেল ইসলাম, অবশ্যই ৩ জন মানুষকে ধন্যবাদ দিতে চাই।'
হাসানের আউটের পরের অবস্থা নিয়ে মিরাজ বলেন, 'দেখেন যখন ব্যাটিংয়ের সময় চেষ্টা করেছিলাম যেন ২ রান নিতে পারি। সেভাবে দৌড় দিয়েছিলাম। কিন্তু ফিল্ডারের হাতে চলে গিয়েছিল (হাসি)। কিন্তু তারপরও আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম। যদি আমার কপালে থাকে তাহলে হবে। নাহলে কিছু তো করার নেই।'
'তবুও হাসান অনেক ভালো সাপোর্ট দিয়েছে। সাকিবও ভালো সাপোর্ট দিয়েছে। তাইজুল ভাইও। অবশ্যই ৩ জনকে অনেক ধন্যবাদ দিতে চাই। কারণ ওদের জন্যই আমি ১০০ রান করতে পেরেছি।'
এসএইচ/এইচজেএস