২ বছর পর আইপিএলে হ্যাটট্রিক, আরও যত রেকর্ড চাহালের

ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় রেকর্ড হ্যাটট্রিক উইকেট শিকার বিরল কিছু নয়। তবে ক্রমাগত ব্যাটারদের প্রতিযোগিতায় পরিণত হওয়া আইপিএলে সেটি একপ্রকার হারিয়ে যাওয়ার পথে। ২০২৩ সালের এপ্রিলের পর আর ভারতীয় লিগটিতে হ্যাটট্রিক দেখা যায়নি। সেই বিরল রেকর্ড ফিরিয়ে আনলেন যুজভেন্দ্র চাহাল। হ্যাটট্রিকসহ এক ওভারেই তার ৪ উইকেট শিকারের বদৌলতে মুহূর্তেই চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস ম্যাচের দৃশ্যপট বদলে যায়।
পাঞ্জাবের বিপক্ষে গতকাল চেন্নাই ঘরের মাঠ চিপকে আগে ব্যাট করতে নেমে ভালো অবস্থানেই ছিল। ১৭.৪ ওভারে মহেন্দ্র সিং ধোনিদের সংগ্রহ ছিল ১৭২/৫। কিন্তু পরের ১৪ বলে ১৮ রান তুলতেই তারা বাকি ৫ উইকেট হারিয়েছে। এর মধ্যে চারটি উইকেটই গেছে লেগস্পিনার চাহালের করা ১৯তম ওভারে। উইকেটের হ্যাটট্রিক করে তিনি বেশ কয়েকটি নতুন রেকর্ড গড়েছেন।
— IndianPremierLeague (@IPL) April 30, 2025
১৯তম ওভারে বল করতে আসার আগে চাহাল ম্যাচটিতে ২ ওভার করেছিলেন। যদিও ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। ১৯তম ওভারের প্রথম বলটাই ওয়াইড দিয়ে শুরু করেন চাহাল। এর পরের বলেই তাকে বড় ছক্কা হাঁকান ধোনি। কিন্তু দ্বিতীয় বলেই চেন্নাই অধিনায়ককে নেহাল ওয়াধেরার ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান চাহাল। তৃতীয় বলে ২ রান নেন দীপক হুদা। যুজবেন্দ্র চাহাল পরবর্তী তিন বলে তিনটি উইকেট তুলে নেন।
আরও পড়ুন
চতুর্থ বলে হুদা ক্যাচ দেন প্রিয়াংশ আর্যের হাতে। এরপর অনশুল কম্বোজকে বোল্ড এবং নুর আহমেদকে মার্কো জানসেনের হাত ক্যাচ বানিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন চাহাল। ৯ রান দিলেও ওভারটিতে তিনি চার উইকেট তুলে নেন। ফলে মুহূর্তেই ধসে পড়ে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপ। ৪ বল বাকি থাকতেই তারা ১৯০ রানে অলআউট হয়ে যায়। পক্ষে স্যাম কারান সর্বোচ্চ ৮৮ (৪৭ বলে ৯টি চার ও ৪টি ছক্কায়) রান করেন।
— IndianPremierLeague (@IPL) April 30, 2025
হ্যাটট্রিকসহ যত রেকর্ড গড়লেন চাহাল
- আইপিএল ক্যারিয়ারে এটি চাহালের দ্বিতীয় হ্যাটট্রিক। যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে দু’বার হ্যাটট্রিক করেন যুবরাজ সিং। তিনবার হ্যাটট্রিক করে অমিত মিশ্র আছেন সবার শীর্ষে।
- আইপিএলের এক ওভারে দুইবার চার উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন চাহাল। যা আর কারও নেই। এর আগে তিনি ২০২২ সালে রাজস্থান রয়্যালসের হয়ে এক ওভারে চার উইকেট নিয়েছিলেন। এ ছাড়া এই তালিকায় রয়েছেন– অমিত মিশ্র (সানরাইজার্স হায়দরাবাদ, ২০১৩) এবং আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স, ২০২২)।
- চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম কোনো বোলারের হ্যাটট্রিকের কীর্তি এটি। এমনকি চিপকেও কেবল একবার হ্যাটট্রিক হয়েছিল এর আগে। সেবার অবশ্য স্বাগতিক চেন্নাইয়ের পেসার লক্ষ্মীপতি বালাজি হ্যাটট্রিক করেছিলেন। কাকতালীয়ভাবে ওই ম্যাচে প্রতিপক্ষ ছিল পাঞ্জাব।
- একই ফ্র্যাঞ্চাইজির হয়েই চাহাল ২ বার হ্যাটট্রিক করলেন। যা পাঞ্জাবের কোনো বোলারের করা সর্বোচ্চ হ্যাটট্রিক। এ ছাড়া অমিত মিশ্র, স্যাম কারান তাদের জার্সিতে একবার করে হ্যাটট্রিক করেন।
- এ নিয়ে আইপিএলে সর্বোচ্চ ৯টি ম্যাচে ৪ উইকেট শিকার করেছেন চাহাল।
এএইচএস