দুই বড় ম্যাচের আগে বার্সেলোনায় সুখবর

ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ দিনদুয়েক পরেই। সেই ম্যাচের ৫ দিন পর নামতে হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। বার্সেলোনার উড়ন্ত মৌসুমের সবচেয়ে বড় দুই ম্যাচের আগে সময় আছে কেবল আর ১ সপ্তাহ। এই দুই ম্যাচে জয় পেলে লিগ শিরোপার পথে যেমন অনেকটাই এগিয়ে যাবে ব্লু-গ্রানারা। তেমনি চলে যাবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে।
পুরো মৌসুমে দারুণ ছন্দে থাকা বার্সেলোনা তাই এই দুই ম্যাচে নিজেদের পা হড়কাতে চাইবে না কোনোভাবেই। আর প্রকৃতিও যেন সায় দিয়েছে কাতালুনিয়ান দলটার হয়ে। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল দ্বিতীয় লেগের আগেই সুস্থ হয়ে উঠেছেন মূল স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।
পোল্যান্ডের এই স্ট্রাইকার পুরো মৌসুমেই বার্সার জার্সিতে প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়িয়েছেন। লামিনে ইয়ামাল এবং রাফিনিয়ার সঙ্গে লেভানডফস্কির ত্রয়ী ব্লু-গ্রানাদের সাফল্যের বড় চাবিকাঠি হয়েই ছিল। তবে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়েই ইনজুরিতে পড়েন তিনি। ১৯ এপ্রিল সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে বাম পায়ে মাংসপেশির ইনজুরিতে পড়েছিলেন লেভা।

যে ইনজুরির কারণে মিস করেছেন ইন্টার মিলানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচটা। সেই ম্যাচে বার্সেলোনা অবশ্য দারুণ এক কামব্যাকে ম্যাচ ড্র করেছে ৩-৩ গোলে। তবে দ্বিতীয় লেগ আর রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে তাকে দরকারই হতো বার্সার। সেটা হয়েছেও বটে। রোববার দলের অনুশীলনে ছিলেন রবার্ট লেভানডফস্কি। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এমন খবরই নিশ্চিত করেছে।
যদিও তাদের ভাষ্য, মঙ্গলবার দিবাগত রাতে (বাংলাদেশ সময়) ইন্টার মিলানের বিপক্ষে শুরুর একাদশে থাকার খুব একটা সম্ভাবনা নেই লেভার। ম্যাচের প্রয়োজন বিবেচনায় শেষদিকে দেখা যেতে পারে তাকে। তবে ১১ তারিখ রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুরু থেকেই মাঠে থাকতে পারেন পোলিশ এই স্ট্রাইকার।
এদিকে রবার্ট লেভানডফস্কিকে সুখবর এলেও আরেক ফুটবলার আলেহান্দ্রো বালদেকে নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে বার্সেলোনার। ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচেও বালদে থাকছেন না সেটা একপ্রকার নিশ্চিতই বলা চলে। এমনকি রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচটাও মিস করতে পারেন তরুণ এই লেফটব্যাক।
জেএ