এসি না থাকায় বন্ধ টিটি টুর্নামেন্ট, চিন্তায় ব্যাডমিন্টনও

'চীনের দুঃখ হোয়াংহো নদী' আর বাংলাদেশে টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের দুঃখ শহীদ তাজউদ্দিন উডেন ফ্লোর জিমনেসিয়াম। কখনো কোর্ট, কখনো এসি বা আলো সমস্যায় খেলা ব্যাহত হয়েছে। বছর দুই আগে কোর্ট ও লাইটের সংস্কার হলেও এসির সমস্যা রয়ে গেছে। সেই এসির জন্য টেবিল টেনিস ফেডারেশন আসন্ন প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্ট স্থগিত করেছে।
চলতি মাসের ১৫-১৯ মে পল্টনস্থ জিমনেসিয়ামে প্রেসিডেন্টস কাপ র্যাঙ্কিং টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল টেবিল টেনিস ফেডারেশন। টুর্নামেন্টের স্পন্সর, খেলোয়াড়দের এন্ট্রি ফি সহ আনুষাঙ্গিক সকল কাজই গুছিয়ে আনলেও এসি সমস্যার জন্য খেলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। গরমে এবং ঘামে ন্যাশনাল প্লেয়ারদের অসুস্থ হবার আশঙ্কা থাকায় খেলোয়াড়দের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না।
পল্টন ইনডোর থেকে খেলা সরিয়ে মিরপুর ইনডোর অথবা মহিলা ক্রীড়া সংস্থার ইনডোরে আয়োজনের চেষ্টা করছে। যদিও সেটা নির্ভর করছে বরাদ্দ পাওয়ার উপর। টিটি ফেডারেশন আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়গুলো উল্লেখ করেছে।
পল্টনের ইনডোর স্টেডিয়াম টিটি ও ব্যাডমিন্টন যৌথভাবে ব্যবহার করে। খেলার আগে ফেডারেশনের অনুরোধ জাতীয় ক্রীড়া পরিষদ এসি মেরামত করা। জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের তথ্য, এসি আর মেরামত উপযোগী নয়। আর অন্যদিকে নতুন করে এসি স্থাপন করতে কয়েক কোটি টাকা প্রয়োজন। এরপরও সাময়িকভাবে খেলা উপযোগী করার চেষ্টা করবে জাতীয় ক্রীড়া পরিষদ।
ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন কমিটি গঠন হয়েছে সপ্তাহ খানেক আগে। নতুন কমিটি কোর্টে খেলা সচল রাখার পরিকল্পনা কিন্তু এসির সমস্যায় ব্যাডমিন্টন ফেডারেশনও চিন্তিত, 'আমরা শীঘ্রই জাতীয় ব্যাডমিন্টনের প্রস্তুতি শুরু করছি। টিটি এসির জন্য খেলা স্থগিত করছে এটা আমাদের জন্যও দুশ্চিন্তার কারণ। একই ফ্লোর দুই ফেডারেশন ভাগাভাগি করে ব্যবহার করে ' বলেন সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন।
এজেড/জেএ